ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুলিস গ্রেপ্তার করেছে জঙ্গী দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : পুলিসের জালে ধরা পড়েছে এনএলএফটি’ র দ্বিতীয় শীর্ষ নেতা সবির দেববর্মা। তাকে বর্তমানে আগরতলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

শনিবার রাতেই তাকে আনা হয় আগরতলায়।

সাবির দেববর্মার গ্রেফতার সাম্প্রতিক সময়ে আগরতলা রাজ্য পুলিশের সবচেয়ে বড় সাফল্য।

সাবির দেববর্মার বিরুদ্ধে ষড়যন্ত্র, খুনের চেষ্টা, অবৈধ সংগঠন করা, বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুদ রাখা, জুলুম করে চাঁদা আদায় প্রভৃতি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত বাইশ জুলাই গন্ডাছড়ায় বৈরী-টিএসআর সংঘর্ষে নিহত হয় এনএলএফটি’র এক বৈরী। এসময় পালিয়ে যেতে সক্ষম হয় আরো বেশ কিছু জঙ্গি সদস্য।

এরপর থেকেই পুলিশসহ নিরাপত্তার কাজে নিযুক্ত বিভিন্ন বাহিনীর মধ্যে বেড়ে যায় তৎপরতা। পুলিশের কাছে খবর ছিল জঙ্গিদলের আরো বেশ কিছু সদস্য সুযোগ বুঝে অতিক্রম করতে পারে সীমান্ত। জঙ্গিদের ধরতে ব্যাপক তল্লাশিতে নামে নিরাপত্তা কর্মীরা। ফলে সীমান্ত এলাকায়ও জারি করা হয় উচ্চ সতর্কতা। আর এই ঘটনার একদিন পার না হতেই ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পরে এনএলএফটি-র সেকেন্ড ইন কমান্ড সাবির দেববর্মা। পরে বিএসএফ ধৃত সাবির দেববর্মাকে রইস্যাবাড়ী থানায় হস্তান্তর করে।

কমলপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত আমবাসা থানায় সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠায় সাবিরকে। জানা গেছে, রিমান্ডে পুলিশের কাছে অনেক গোপন তথ্যই ফাঁস করে দেয় সাবির। শুক্রবার তাকে ফের আদালতে তোলা হলে আগরতলা এসবি সেলে পাঠানো হয়। তার কাছ থেকে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা পুলিশের।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।