ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন হামিদ আনসারী

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২
ফের ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন হামিদ আনসারী

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের মতোই উপরাষ্ট্রপতি নির্বাচনেও ব্যাপক ব্যবধানেই জয়ের পথে ইউপিএ-২ এর প্রার্থী বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারী। এর ফলে সহজেই এনডিএর প্রার্থী যশবন্ত সিংকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হতে চলেছেন হামিদ আনসারী।



মঙ্গলবারের নির্বাচনের আগে সোমবার সোনিয়া গান্ধীর আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে ঐক্যের পূর্ণ প্রদর্শন করেছে দিল্লির শাসক জোট৷ মায়াবতী, মুলায়ম সিংহ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় মতো হেভিওয়েট নেতারা হাজির ছিলেন নৈশভোজে৷

সোমবার রাতে দলের সংসদীয় দলের বৈঠকের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ও সাফ জানিয়ে দেন, মমতা ব্যানার্জি আগেই জানিয়ে দিয়েছেন, ইউপিএ প্রার্থী হামিদ আনসারীকেই সমর্থন করছেন তারা৷ সব শরিক দল আনসারীর পাশে দাঁড়ানোয় স্ব‍ভাবতই খুশি কংগ্রেসও৷

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮৮ জন সাংসদ উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন৷ এখন পর্যন্ত যা রাজনৈতিক সমীকরণ, তাতে ইউপিএ প্রার্থী আনসারীর কমপক্ষে ৫০০টি ভোট পাওয়া প্রায় নিশ্চিত৷

লোকসভায় কংগ্রেসের ২০৪ জন এবং রাজ্যসভায় ৭১ জন সাংসদ রয়েছে৷ তৃণমূলের লোকসভায় ১৯ জন এবং রাজ্যসভায় ৯ জন সাংসদ রয়েছেন৷

ডিএমকের লোকসভায় শক্তি সংখ্যা ১৮, রাজ্যসভায় ৭৷ আরএলডির ৫ জন সাংসদ রয়েছেন৷ ন্যাশনাল কনফারেন্সের লোকসভায় ৩ জন এবং রাজ্যসভায় ২ জন সাংসদ রয়েছেন৷

বাইরে থেকে ইউপিএকে সমর্থন করা বিএসপির লোকসভায় ২১ জন এবং রাজ্যসভায় ১৫ জন সাংসদ রয়েছেন৷ সমাজবাদী পার্টির দুই কক্ষ মিলিয়ে রয়েছেন ৩১ জন সাংসদ৷ ৩৮ জন বাম সাংসদও আনসারীকেই ভোট দেবেন।

উল্টোদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে দ্বি‍ধাবিভক্ত হলেও উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যবদ্ধ প্রধান বিরোধী জোট এনডিএ শিবির৷ জয়ললিতাও এনডিএ প্রার্থী যশবন্ত সিংকে সমর্থনের কথা জানিয়েছেন৷ তা সত্বেও তার জয়ের আশা নেই বললেই চলে৷

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।