ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২

নয়াদিল্লি: ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার শেষ হয়েছে। নির্বাচনে প্রার্থী ছিলেন দুইজন এরা হচ্ছেন, ইউপিএ-র হামিদ আনসারি ও এনডিএ-র যশবন্ত সিং।



এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ ভোটদান পর্ব। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ভোটার ছিলেন ৭৮৮ জন। হামিদ আনসারিকে সমর্থন করছে তৃণমূলসহ ইউপিএ-র সব শরিক দল। বর্তমান উপ-রাষ্ট্রপতিকেই ফের সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও বামেরাও।

অন্যদিকে, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের একজোট রাখতে পেরেছে এনডিএ শিবির। রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে ভোট দিলেও এবার যশবন্ত সিংকেই সমর্থনের কথা জানিয়েছে জেডিইউ এবং শিবসেনা। তাকে সমর্থন করছেন এআইএডিএমকে নেত্রী জয়ললিতাও। তবে, ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল এনডিএ অপর শরিক বিজেডি। সংখ্যার হিসেবে এনডিএ প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছেন ইউপিএ প্রার্থী।

কংগ্রেসের দাবি, হামিদ আনসারির পক্ষে কমপক্ষে ৫০০ জন সাংসদের সমর্থন নিশ্চিত করে ফেলেছে তারা। সবমিলিয়ে পরিস্থিতির বিচারে দেশের চতুর্দশ উপ-রাষ্ট্রপতি হিসেবে হামিদ আনসারির জয় একরকম নিশ্চিত।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।