ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শ্রীনগরে সরকারি বাসকর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘটে দুর্ভোগ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২

নয়াদিল্লি: ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে সরকারি বাসকর্মীদের টানা ৫ দিনের ধর্মঘটে ঘোর সমস্যায় পড়েছেন পর্যটকরা।

১৫ দিন আগে টিকিট কেটেও ধর্মঘটের কারণে তাদের যাত্রা বাতিল হওয়ায় দিল্লি ও জম্মুগামী যাত্রীরা এখন চরম অসহায় বোধ করছেন।

তাদের মধ্যে বহু বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানা গেছে। গন্তব্যে পৌঁছানোর জন্য শেষ মুহূর্তে তারা অন্য যানবাহনের সন্ধানে হয়রান হচ্ছেন।

সরকারি একটি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জম্মু-কাশ্মীরের স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ৪ হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারী অনির্দিষ্টকালের এ ধর্মঘটে নেমেছেন। এদের মধ্যে বাসচালকরাও রয়েছেন।

ধর্মঘটি কর্মী সংগঠনের সভাপতি ওয়াজাহাত বুধবার বলেন, ‘‘স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের গুরুত্বপূর্ণ একটি জমিতে ট্যুরিস্ট রিসেপশন সেন্টারে ‘তাজীব মহল’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এ নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেই আমরা অনির্দিষ্টকালীন ধর্মঘট তুলে নেবো। সরকার ওই জমিতে যদি কোনো হাসপাতাল, অনাথ আশ্রম বা বিধবাদের জন্য কোনো প্রতিষ্ঠান বানাতে চায়, তাহলে আমাদের আপত্তি থাকবে না। কিন্তু কর্পোরেশনের আইন ভেঙে এভাবে ‘তাজীব মহল’ বানাতে দেবো না আমরা। ’’

এ ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন রাজ্যের সাধারণ মানুষও। স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সকলেই রাস্তায় নেমে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

লাদাখসহ রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোতে, এমনকি ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শীতের মাসগুলোর জন্য এ সমযে ওই এলাকায় পুরোদমে মালপত্র মজুদ করা হয়।

ঈদ উৎসবের মুখে বহু মানুষ তাদের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে সরকারি বাসে আগাম টিকিট কেটেছিলেন। বিপদে পড়েছেন তারাও।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।