ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভায় সমালোচনার মুখে তৃণমূল, রাজ্যসভায় আসাম ইস্যুতে চাপে কংগ্রেস

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১২

নয়াদিল্লি: বৃহস্পতিবার দিনটা ভালো যায়নি ইপিএ-২ সরকারের। লোকসভা ও রাজ্যসভায় রেল আর আসাম ইস্যুতে প্রবল চাপে দুই জোট শরিক কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস।



সকালে লোকসভায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েন তৃণমূলের সাংসদ রেলমন্ত্রী মুকুল রায়। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে ট্রেনের টিকিটে কালোবাজারির অভিযোগ তুলে সোচ্চার হন বিরোধী সাংসদরা৷

তাদের অভিযোগ, দালালদের বাড়-বাড়ন্তের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ৷ মিলছে না টিকিট৷

এছাড়া সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে প্রতিবাদ জানান মায়াবতীর বিএসপি সাংসদরা৷ এর জেরে দু’বার মুলতবি হয়ে যায় অধিবেশন৷

এরপরই প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী নারায়ণস্বামী বলেন, ২১ আগস্ট প্রধানমন্ত্রী এই বিষয়ে সর্বদলীয় বৈঠক করবেন ৷২২ অগাস্ট সংসদে বিল পেশ করা হবে৷

আসামের হিংসাত্মক পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ কেন্দ্র! বৃহস্পতিবার রাজ্যসভায় সরাসরি এ ভাষাতেই মনমোহন সরকারকে আক্রমণ করেন বিজেপির সাংসদ অরুণ জেটলি। পাশাপাশি এ ইস্যুতে আসামের কংগ্রেস সরকারের ভূমিকারও সমালোচনা করেন রাজ্যসভার বিরোধী দলনেতা।

এদিন বিরোধী শিবিরের তীব্র আক্রমণের মুখে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক রিপোর্টও পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে।

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাম পরিস্থিতি নিয়ে প্রাথমিক রিপোর্ট পেশ করে বলেন, সেখানে যড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র। পরিস্থিতি খতিয়ে দেখতে সিবিআইয়ের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে অসমে।

শিন্ডে বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে আসামে সাম্প্রতিক হিংসাত্মক পরিস্থিতির জন্য বেআইনি অনুপ্রবেশকেই মূল কারণ বলে চিহ্নিত করেন বিজেপির রাজ্যসভার নেতা অরুণ জেটলি।

তিনি বলেন, অনুপ্রবেশের ফলে আসামে বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যা দেখা দিচ্ছে। ভোটব্যাঙ্ক রাজনীতির জন্যই সে ব্যাপারে সম্পূর্ণ উদাসীন কেন্দ্র সরকার। এ বিষয়ে ইউপিএ সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ঘটনায় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

অরুণ জেটলির পাশাপাশি আসামের সাম্প্রতিক দাঙ্গা নিয়ে সমাজবাদী পার্টির বলিউডের চিত্রতারকা সাংসদ জয়া বচ্চনের সঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংঘাত বাধে।

রাজ্যসভায় জয়া বচ্চনের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে শিন্ডে বলেন, ‘‘এটা সিনেমা নয়, অত্যন্ত গুরুতর বিষয়। ’’

স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যের পরই সভায় প্রবল প্রতিবাদ জানান বিরোধী এনডিএ এবং সমাজবাদী দলের সাংসদরা। শেষ পর্যন্ত নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিন্ডে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।