ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুম্বাইয়ের আবাসনে উদ্ধার বাঙালি নারী আইনজীবীর লাশ

মুম্বাই প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২

মুম্বাই: ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের অভিজাত এলাকায় বাঙালি নারী আইনজীবীর লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম পল্লবী পুরকায়স্থ।

বৃহস্পতিবার হিমালয়ান হাইটস নামের এক বহুতল আবাসনের ১৬ তলা থেকে থেকে তার লাশ উদ্ধার হয়েছে।

নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তার গলায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ। গলাকাটা অবস্থায় তার রক্তাক্ত লাশ পাওয়া যায় ৷ তার বাড়ির দরজা খোলা ছিল।

এরইমধ্যেই খুনের মামলা দায়ের করে তার পুরুষবন্ধু অভীক সেনগুপ্ত (২৬) এবং বাড়ির পরিচারককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্তের স্বার্থে পল্লবীর মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

পল্লবী পেশায় আইনজীবী ছিলেন। বলিউডের অভিনেতা পরিচালক ফারহান আখতারের আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। পল্লবীর বাবা একজন আইএএস অফিসার। মা দিল্লির মহানগর টেলিফোন নিগমে কর্মরত।

যে বহুতল ভবন থেকে পল্লবীর লাশ উদ্ধার হয়েছে সেই আবাসনে তার পুরুষবন্ধু অভীক সেনগুপ্তর সঙ্গে তিনি থাকতেন বলে জানিয়েছে পুলিশ। তিনিও পেশায় আইনজীবী। যে সময় এই ঘটনা ঘটে, অভীক তখন ফ্ল্যাটে ছিলেন না।

এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ ফ্ল্যাটে ঢুকে তিনি পল্লবীর লাশ দেখতে পান এবং তাদের এক প্রতিবেশী পুলিশকে খবর দেন বলে জানিয়েছেন তদন্ত অফিসার। অভীক, তাদের পরিচারক, আবাসনের দারোয়ান, লিফটম্যান এবং এলাকার হকারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রাথমিকভাবে প্রতিহিংসার কারণেই এই খুন বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গেছে, পল্লবীর বাড়ির দরজা খোলা ছিল ৷ সম্ভবত তার পরিচিত কেউই এই ঘটনা ঘটিয়েছে। পল্লবীর গলার অর্ধেক কাটা ছিল৷ বচসা বা কথা কাটাকাটির সময় প্রচণ্ড রাগের মাথায় তার গলায় কোপ বসিয়েছে আততায়ী ৷ নিহতের লাশের আশপাশে, মেঝে ছাড়া দেওয়ালেও রক্তের দাগ মিলেছে।

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।