ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ‘শিক্ষায় নাটক’ পাঠ্যক্রম চালু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ‘শিক্ষায় নাটক’ শীর্ষক পাঠ্যক্রম চালু হয়েছে ত্রিপুরা রাজ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হলেও শুক্রবার থেকে শুরু হয়েছে এ পাঠ্যক্রমের ক্লাস।



বৃহস্পতিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে আনন্দ প্রেক্ষাগৃহে ¬থিয়েটার ইন এডুকেশন বা শিক্ষায় নাটক বিষয়ক এক বছরের পাঠ্যক্রম চালু হয়। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্জ্বলন করে এ যাত্রার শুভ সুচনা করেন।

শুক্রবার সকাল থেকে মলয়শ্রী হাসমি এবং অন্যান্য অধ্যাপকদের সঙ্গে রাজ্যের ৮ জন এবং বাইরের রাজ্যের ১১ জন প্রশিক্ষণার্থীর পরিচয় পর্ব ও আলোচনার মধ্য দিয়ে ক্লাস শুরু হয়ে গেছে।

এ কোর্সটির উদ্যোক্তা দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা এবং সাহায্য করছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর ও তথ্য সংস্কৃতি দফতর।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত সঙ্গীত নাটক একাডেমি ত্রিপুরায় প্রথম ১৯৮৯ সালে এক কর্মশালার মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড শুরু করে। কিন্তু ধারাবাহিকতা বজায় থাকেনি।

অবশেষে ২০১১ সালের ১৮ নভেম্বর লিচু বাগানে এনএসডি ত্রিপুরা শাখার নতুন কলেবরে উদ্বোধনের ফলে এক নতুন দুয়ারের উন্মোচিত হয়। গত ৮ মাস ধরেই কর্মশালা উত্তর নাট্য উৎসবের মধ্য দিয়ে এর সফলতা এসেছে। রাজ্য সরকার ছাড়াও থিয়েটার অনুরাগী ও সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ তাদের সাহায্য-সহযোগিতা করেছেন।

বৃহস্পতিবার কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, শিক্ষায় থিয়েটার বা থিয়েটার শিক্ষা এমন একটা বিষয় হতে পারে, এটা ভাবনার অতীত ছিল। ত্রিপুরার মাটিতে এ পাঠ্যক্রমের যাত্রা শুরু করছে এটা নাট্যামোদী তথা রাজ্যের মানুষের গর্বের ঐতিহাসিক দিন। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি ও উচ্চশিক্ষা দফতর এবং এনএসডি’র পরিশ্রমের ফসল আজ বাস্তবে রূপায়িত।

অনুষ্ঠানে এনএসডি’র পরিচালক অনুরাধা কাপুর, প্রফেসর কীর্ত্তি জৈন, ত্রিপুরার দায়িত্বে থাকা প্রফেসর ডা. সুধীর কুলকর্নি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডি’র চেয়ারপার্সন অমল আলানা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।