ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাঘ-সিংহের এইডস হয় কী না জানতে ২ বছর!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
বাঘ-সিংহের এইডস হয় কী না জানতে ২ বছর!

নয়াদিল্লি: বাঘ ও সিংহরে শরীরে কী এইডস হতে পারে এই প্রশ্নের উত্তর পেতে সমাজবাদী পার্টির সাংসদ তুফানী সরোজের সময় লাগল ২ বছর।

২০১০ সালের আগস্ট মাসে লোকসভায় এই সাংসদ তৎকালীন ভারতের বন ও পরিবেশ মন্ত্রী বর্তমানে গ্রামন্নোয়নমন্ত্রী জয়রাম রমেশের কাছে এই প্রশ্নটি জানতে চেয়েছিলেন।

তার প্রশ্নের জবাবে সংসদে দাঁড়িয়ে মন্ত্রী বলেছিলেন তার প্রশ্নের জবাব অবশ্যই দেওয়া হবে।

সেই জবাব পেতে চলেছেন তিনি, তবে ২ বছর পরে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক জানিয়েছে, বাঘ ও সিংহের শরীরে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব এখন প্রমাণিত হয়নি। কাজেই তারা এইডস আক্রান্ত হবে না এমনটাই মনে করে সরকার।

এই প্রশ্নের উত্তর জানতে দায়িত্ব দেওয়া হয়েছিল সরকারি সংস্থা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে। বিষয়টি নিয়ে তারা গত দুবছর ধরে তারা বিশ্বের বহু বন্যপ্রাণী বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন।

তাদের দাবি, এখন পর্যন্ত বাঘ ও সিংহের শরীরে এইডস সংক্রমণের কোনো খবর নেই।

এই প্রশ্নের উত্তর ভারতের লোকসভার চলতি বাদল অধিবেশনে দেওয়ার আনুষ্ঠানিকতা ঠিক করেছে সরকার।

২ বছর দেরী হলেও তুফানী সরোজ এবার তার উত্তর পেতে চলেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।