ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাস দুর্ঘটনায় নিহতদের ১৬ জনই ত্রিপুরার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বুধবার ভোরে মেঘালয়ের তাংথাং এলাকার বাস দুর্ঘটনায় ত্রিপুরার মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।

সব মিলিয়ে ৩১ জন মারা গিয়েছিলেন সে ঘটনায়।

তাঁর মধ্যে এখন পর্যন্ত ত্রিপুরার ১৬ জনের পরিচয় পাওয়া গেছে। ১০ জন অন্য রাজ্যের। আর এখনও ৫টি শবদেহ শনাক্ত করা যায় নি।

রাজ্য সরকার মৃতদেহ সৎকারের সমস্ত ভার নিজের কাধে তুলে নিয়েছে। এমনকি আহতদের চিকিৎ‍ সার দায় নিয়েছে সরকার।

মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া পাহাড়ে গুয়াহাটি থেকে আগরতলা আসার পথে শেরওয়ালী ট্রেভেলসের যাত্রীবাহী বাসটি যাত্রীসহ রাস্তার পাশে এক গভীর খাদে পড়ে যায়।

এই দুর্ঘটনায় চালক সহ রাজ্যের ও বহির্রাজ্যের ৩১ জন যাত্রী নিহত হন এবং আরো ২৬ জন আহত হন।  

বাংলাদেশ সময় : ১২২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২   
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।