ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নেয়া হচ্ছে রাজ্যে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নেয়া হচ্ছে ত্রিপুরা রাজ্যে। আঁটসাট করা হয়েছে রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা।



কারণ, কিছুদিন আগেই স্বাধীনতা দিবসে আগরতলায় সিরিজ বোমা বিস্ফোরণ পরিকল্পনার কথা ফাঁস করেছিল গোয়েন্দারা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের নিষিদ্ধ  ঘোষিত উগ্রপন্থী সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে উঠেতে পারে বলে গোয়েন্দা রিপোর্টে বলা হয়। তাদের আক্রমণের লক্ষ্য টিএসআর, পুলিশ, বিএসএফ  সহ নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। গ্রেফতার হওয়া জঙ্গি নেতার স্বীকারোক্তি থেকে এসব তথ্য পাওয়া যায়।

এ ধরনের আশংকার খবরে ঢেলে সাজান হচ্ছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। জায়গায় জায়গায় নিয়োজিত হয়েছে নিরাপত্তাকর্মীরা।
বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে জওয়ানরা। খোয়াই- চাম্পাহাওরে তাদের  জঙ্গিদের মোকাবেলা করবার জন্য এবং তাদের পরিকল্পনাকে ভেস্তে দিতে ত্রিপুরা স্টেট রাইফেলসের শীর্ষ আধিকারিকসহ ১৫০ জনের একটি দল চিরুনি তল্লাসিতে নেমেছে বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।