ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ৫ ভারতীয় নিহত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২

নয়াদিল্লি: ওয়াশিংটনের ওকলাহামা শহরে সড়ক দুর্ঘটনায় ৫ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



শুত্রবার ওকলাহামা শহরের হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশবন্ত রেড্ডি, সুব্বায়াগারি, ফণীন্দ্র গারে, অনুরাগ আনথাটি, শ্রীনিবাস রবি ও বেঙ্কট।
 
জানা গেছে, ওকলাহামা শহরের হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারকে সজোরে ধাক্কা মারে তাদের বহনকৃত গাড়িটি। সঙঘর্ষের পরই গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই সবাই মারা যান।

ঘটনার সময় গাড়ির আরোহীদের কারও সিট বেল্টও বাঁধা ছিল না। দুর্ঘটনার পর কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে মৃতদের পরিচয় সম্পর্কে কোনও তালিকা প্রকাশ করা হয়নি।

এদিকে, তেলেগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (তানা)-র পক্ষ থেকে নিহতদের লাশ চিহ্নিত করা হয়।  

তানা-র প্রেসিডেন্ট প্রসাদ থোতাকুরা জানিয়েছেন, নিহতদের লাশ ভারতে দ্রুত পাঠানোর জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।

ভারতের হায়দরাবাদ থেকে কর্মসূত্রে ওয়াশিংটনে গিয়েছিলেন তারা।
 
বাংলাদেশ সময় : ১৪২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর,নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।