ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অবশেষে দীঘায় ইলিশের দেখা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১২

কলকাতা : দীর্ঘ প্রতিক্ষার পর পশ্চিমবঙ্গের দীঘার সমুদ্রে দেখা মিলল বহু কাঙ্খিত ইলিশের৷ যা এই মওসুমে প্রথম৷

দিন কয়েক আগে দীঘা থেকে ২৫০টি ট্রলার মাছ ধরতে গিয়েছিল। তারা ফিরে আসাতে আপতত ইলিশের আকাল কিছুটা হলেও মিটল।



প্রায় ৫০ টন ইলিশ পাওয়া গেছে শুক্রবার ও শনিবার৷ ওজনে ৫০০ গ্রাম থেকে ১ কেজির মধ্যে ৷ নতুন করে ইলিশ ওঠায় বিক্রিও বেড়েছে ৷

 রোববার কলকাতার বিভিন্ন বাজারে প্রতিটি ৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশ ৩০০ থেকে সাড়ে ৫০০ রুপি, ৭০০ থেকে ৮০০ গ্রাম ৬৫০ রুপি ও এক কেজি ওজনের এই ইলিশ ৮০০ রুপি দরে বিক্রি হচ্ছে৷

বাংলাদেশ সময় : ১২১৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।