ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সমালোচনায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২

নয়াদিল্লি: একসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করলেও রোববার এক বিবৃতিতে তাকে `একনায়ক`, `অসহিষ্ণু` এবং `খামখেয়ালী` বলে উল্লেখ করেছেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কণ্ডেয় কাটজু।

গত বুধবার জঙ্গলমহলের বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর জনসভায় শিলাদিত্য চৌধুরী নামে এক ব্যক্তি মমতা ব্যানার্জিকে তার আর্থিক দূরবস্থার কারণ জানাতে যান তিনি।

সমস্যার কথা জানাতে গিয়েই বিপদে পড়েন তিনি। তাকে মাওবাদী চিহ্নিত করে ধরে নিয়ে যায় পুলিশ।

বেশ কিছুক্ষণ জিক্ষাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর শনিবার তাকে ফের গ্রেফতার করা হয়।

শিলাদিত্য চৌধুরীর ঘটনাকে `রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার` বলেও উল্লেখ করেছেন মার্কণ্ডেয় কাটজু। তার মতে, এই গ্রেফতারিতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।  

তিনি বলেন, "তার (মুখ্যমন্ত্রীর) ভূমিকাকে অগণতান্ত্রিক বললেও কম বলা হয়। " এমন কী মমতা ব্যানার্জির কোনো গণতান্ত্রিক দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই বলেও বিবৃতি দেন তিনি।

যে সব আমলারা মমতা ব্যানার্জির নির্দেশ মেনে চলছেন তাদের ন্যুরেমবার্গের বিচারের কথা মনে করিয়ে দিয়ে কাটজু বলেন, তাদের অবস্থাও নাৎসী অপরাধীদের মতো হবে।

তিনি বলেন, "ঊর্ধ্বতনের নির্দেশ পালন করা হয়েছিল বলে নাৎসী যুদ্ধাপরাধীরা ন্যুরেমবার্গের আদালতে যে আর্জি জানান তাকে খারিজ করে তাদের প্রত্যেককেই ফাসি দেওয়া হয়। সেই একই ভাগ্য যেন না হয় সেই কারণেই পশ্চিমবঙ্গের আমলাদের ন্যুরেমবার্গের বিচার মনে রাখা উচিৎ। "

কেবলমাত্র শিলাদিত্য চৌধুরীর গ্রেফতার নয়, এর আগে কার্টুন-কাণ্ডে গ্রেফতার ও হেনস্থার শিকার যাদবপুর বিশ্ববিদ্যালরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং
বেসরকারি টিভি চ্যানেলের টক-শোতে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে `মাওবাদী` চিহ্নিত তানিয়া  ভরদ্বাজের প্রসঙ্গেরও কড়া সমালোচনা করেন মার্কণ্ডেয় কাটজু।

এর আগে, চলতি বছরের মে মাসে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাড়ম্বর জীবনযাপনের ভূয়সী প্রশংসা করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

সেই প্রসঙ্গ টেনে এদিন তিনি বলেন, তার আগের বক্তব্য মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাত্রার মূল্যায়ন ছিল। এখন সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ভারতের সাংবিধানিক অধিকার এবং মানবাধিকারের প্রতি মুখ্যমন্ত্রীর ন্যূনতম শ্রদ্ধা নেই বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।