ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে যাচ্ছে বাংলাদেশ নারী কাবাডি দল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২
কলকাতায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে যাচ্ছে বাংলাদেশ নারী কাবাডি দল

কলকাতা: বাংলাদেশের নারী কাবাডি দল নভেম্বরে কলকাতা আসছে বঙ্গবন্ধু আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে।

কলকাতায় প্রথমবারের মতো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে আয়োজিত হতে যাচ্ছে এ কাবাডি টুর্নামেন্ট।

রাজ্যের কাবাডি লীগের প্রথম সারির দল বিদ্যাসাগর কাবাডি ক্লাব ও সোনারপুর কাবাডি ক্লাব যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজক।

টুর্নামেন্টের বিশ্বব্যাপী প্রচারের দায়িত্বে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত বাংলাদেশের বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

রোববার রাতে কলকাতা সফররত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্পাদক নজরুল ইসলামের সংবর্ধনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

কলকাতার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কাবাডি ফেডারেশনের সহ সভাপতি সজল ঘোষ, বাংলানিউজের কলকাতার ব্যুরো চিফ রক্তিম দাশসহ বিদ্যাসাগর কাবাডি ক্লাব ও সোনারপুর কাবাডি ক্লাবের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের ক্রীড়া জগতের নক্ষত্র সদ্য প্রয়াত আব্দুল হামিদকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

নজরুল ইসলাম বলেন, ‘‘জাতির জনক বঙ্গবন্ধুর নামে বাংলাদেশের বাইরে এই প্রথম কোনো টুর্নামেন্ট হচ্ছে। এ টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়ে আমরা গর্বিত। সামনে আমাদের মেয়েদের ক্লাব টুর্নামেন্ট হবে। সেখানে বিজয়ী ক্লাব টিমকে আমরা কলকাতায় পাঠাবো এ টুর্নামেন্ট খেলতে। ’’

তিনি আরো বলেন, ‘‘আগামী বছর মহান ভাষা দিবস উপলক্ষে ফেব্রুয়ারি মাসে আমরা ঢাকায় একটি চারদলীয় টুর্নামেন্ট করতে চলেছি। এ টুর্নামেন্টে শুধুমাত্র বাংলা ভাষাভাষী মেয়েরা অংশ নেবেন। এতে বাংলাদেশ ছাড়াও কলকাতা, আসামের শিলচর ও ত্রিপুরার একটি করে দল অংশগ্রহণ করবে। ’’

সজল ঘোষ বলেন, ‘‘বঙ্গবন্ধু যতোখানি বাংলাদেশের, ঠিক ততোখানি কলকাতার। কারণ, এই কলকাতায় তার ছাত্রাবস্থায় রাজনীতি হাতেখড়ি। তাই আমরা তার নামে এই টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আনন্দিত। প্রতি বছর এ টুর্নামেন্ট আমরা করবো। এর ফলে আমাদের দু’দেশের সর্ম্পক একটি অন্য মাত্রা পাবে বলে আমরা আশা করি। ’’

তিনি আরও বলেন, এই টুর্নামেন্টের বিজয়ী দলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শোভিত একটি ট্রফি প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট অঅউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।