ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের পার্কস্ট্রিট কায়দায় গাড়িতে তুলে গণধর্ষণ চেতলায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২

কলকাতা: ফের পার্ক স্ট্রীট কাণ্ডের পুনরাবৃত্তি রাতের কলকাতায়। ঠিক একইভাবে গড়িতে তুলে অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এবারে ভিকটিমকে গাড়িতে তোলা হয় চেতলা থেকে।

সোমবারই অভিযোগকারিনী তার অভিযোগে বলেন, শনিবার রাতে তিনি যখন আয়ার কাজ করে বাড়ি ফিরছিলেন সেই সময় চেতলা থেকে ৩-৪ জন অপরিচিত যুবক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর কোনও এক অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের পর তাকে ফের চেতলারই একটি বহুতলের সামনে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার সকালে ওই বহুতলেরই নিরাপত্তারক্ষীদের সাহায্যে চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রোববারই পিজি হাসপাতালে তার শারীরিক পরীক্ষা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিস।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।