ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে নারী নির্যাতনে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ! যে রাজ্যর মুখ্যমন্ত্রী একজন নারী, আর সেই রাজ্যই ভারতের মধ্যে নারী নির্যাতনের ঘটনায় প্রথম স্থানে। আর, ধর্ষণের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে এ রাজ্য।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০১১ সালের নথিভুক্ত অপরাধ সংক্রান্ত রিপোর্টে মিলেছে এ লজ্জাজনক পরিসংখ্যান।

গত বছর ধর্ষণ, বধূ নির্যাতন, পারিবারিক সহিংসতাসহ মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, ২০১১ সালে সারা দেশে মহিলাদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৬৫০টি। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ২৯ হাজার ১৩৩টি এ ধরনের ঘটনা ঘটেছে।

এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। এ দুই রাজ্য মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা যথাক্রমে ২৮ হাজার ২৪৬টি ও ২২ হাজার ৬৩৯টি।

মধ্যপ্রদেশে ১৬ হাজার ৫৯৯টি এ ধরনের ঘটনা ঘটেছে। এরপর রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। ২০১১ সালে এ দুই রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধের নথিভুক্ত ঘটনার সংখ্যা যথাক্রমে ১৫ হাজার ৭২৮টি ও ৬ হাজার ৯৪০টি।

নথিভুক্ত ধর্ষণের সংখ্যার বিচারে গত বছর দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল এ রাজ্য।  

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুসারে, ২০১১ সালে সারা দেশে ধর্ষণের সংখ্যা ২৪হাজার ২০৬টি। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ৩ হাজার ৪০৬টি এ ধরনের ঘটনা ঘটেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে গত বছর ২ হাজার ৩৬৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ২০১১ সালে উত্তরপ্রদেশে ধর্ষণের সংখ্যা ছিল ২ হাজার ৪২টি। এরপর রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। গত বছর এ দুই রাজ্যে নথিভুক্ত ধর্ষণের সংখ্যা যথাক্রমে ৬৭৭টি এবং ৫৭২টি।
 
শুধুমাত্র ধর্ষণের সংখ্যার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকার লজ্জাই নয়, এ ধরনের ঘটনায় অপরাধীদের শাস্তিদানের ক্ষেত্রেও সবচেয়ে পিছিয়ে পশ্চিমবঙ্গ।

সম্প্রতি, একটি এনজিও জরিপে এ তথ্য উঠে এসেছে। আর নারী আন্দোলনের কর্মীরা বলছেন, সামাজিক পরিস্থিতির জেরে বহু ক্ষেত্রেই নারী অত্যাচারিত হলেও থানায় আসতে পারেন না। ফলে, নারীদের বিরুদ্ধে অপরাধের প্রকৃত সংখ্যা নথিভুক্ত ঘটনার চেয়ে অনেক বেশি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।