ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চলে গেলেন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বিলাসরাও দেশমুখ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২

নয়াদিল্লি: মারা গেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ। লিভার সিরোসিসে রোগে ভুগছিলেন তিনি।



মঙ্গলবার চেন্নাইয়ের গ্লোবাল হসপিটালে মারা যান তিনি। গত ৬ আগস্ট তাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয় তাকে। চেন্নাইয়ের মেডিক্যাল বোর্ড তার লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিলেও বাস্তবে তা সম্ভব হয়নি।

বিলাসরাও দেশমুখের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

তার মৃত্যু দলের কাছে বিশাল ক্ষতি বলে উল্লেখ করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

মহারাষ্ট্র রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, বিলাসরাও দেশমুখের মরদেহ রাজ্যের লাটুরে তার গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

পঞ্চায়েতের সদস্য হয়ে সক্রিয় রাজনীতির বৃত্তে এসেছিলেন বিলাসরাও দেশমুখ। তারপর থেকে এগিয়েই গিয়েছে তার রাজনৈতিক জীবন। কেন্দ্রে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। দু-দুবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ২৬/১১ মুম্বাই হামলার পর বিলাসরাওয়ের রাজনৈতিক জীবনে ছন্দপতন শুরু। বিতর্ক আর দুর্নীতি, সমান্তরালভাবে তাড়া করে গিয়েছে এই মারাঠি নেতাকে।

বিলাসরাও দাগাদোজিরাও দেশমুখ রাজনীতির ময়দানে বিলাসরাও নামেই বেশি পরিচিত। ১৯৪৫ সালের ২৬ মে লাটুরের বভলগাঁওয়ে এই মারাঠি নেতার জন্ম। পুণে বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং বিএ পাস করার পরই রাজনীতির সান্নিধ্যে আসেন বিলাসরাও। যে বভলগাঁওয়ে জন্মেছিলেন, সেখানকার পঞ্চায়েত সদস্য হয়েই সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি হয় বিলাসরাও দেশমুখের।

ওসমানাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর তিনি কংগ্রেস নেতৃত্বের নজরে আসেন। ১৯৮০, ১৯৮৫ এবং ১৯৯৫ সালের তিনটি নির্বাচনে জিতে ১৫ বছর মহারাষ্ট্র বিধানসভার সদস্য ছিলেন বিলাসরাও। ১৯৮২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত মহারাষ্ট্র সরকারে বিভিন্ন দফতরের দায়িত্ব সামলেছেন। ১৯৯৫ সালের নির্বাচনে ৩৫ হাজার ভোটে হেরে যান তিনি। কিন্তু ১৯৯৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লাটুর কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে জয়ী হন বিলাসরাও। সেবারই প্রথম মুখ্যমন্ত্রী হন।

তার মুখ্যমন্ত্রিত্বের প্রথম জমানার শেষ দিকে মহারাষ্ট্র কংগ্রেসে অন্তর্কলহ এবং বিভাজন চরম আকার নেয়। বিলাসরাওকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দলিত নেতা সুশীল কুমার শিন্ডেকে তখন মুখ্যমন্ত্রী করেছিল কংগ্রেস। ২০০৪ সালের বিধানসভা নির্বাচনে জিতে ফের মুখ্যমন্ত্রীর হন বিলাসরাও। কিন্তু সেবারও শেষটা মধুর হয়নি। ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলা সারা দেশের সঙ্গে বিলাসরাও দেশমুখকেও নড়িয়ে দিয়েছিল। ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি।

এরপর মহারাষ্ট্র থেকে রাজ্যসভার প্রতিনিধি হন। ২০০৯ সালে বিলাসরাও দেশমুখকে ভারি শিল্প মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী করে কংগ্রেস। কেন্দ্রে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রিরও দায়িত্ব সামলেছেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং পরে, বরাবরই ক্ষমতার অলিন্দে থেকেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।