ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সমঝোতায় আসতে পারেনি কংগ্রেস-আইএনপিটি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আসন বণ্টন নিয়ে একমত হতে পারেনি কংগ্রেস এবং তার সহযোগী আইএনপিটি।   এর মধ্যে তিনটি বৈঠক হলেও সমঝোতার সূত্র বের হয়নি।

যদিও ত্রিপুরার প্রতিটি নির্বাচনে জোট গড়ে লড়েছে এই দুই দল। এই জোটই ৮৮ সালে ত্রিপুরার ক্ষমতা দখল করেছিল।

সর্বশেষ সোমবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কথা ছিল। কিন্তু এদিনের বৈঠকেও কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এর আগে সবগুলো বৈঠকই আইএনপিটির তরফে ১৪টি আসনের দাবি জানানো হয়েছিল কংগ্রেসকে। ভিলেজ কমিটি এবং এডিসি নির্বাচনে দলের অবস্থান ততটা মজবুত না হলেও ইতোমধ্যে দল অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি আইএনপিটির।

অন্যদিকে কংগ্রেস সূত্রে জানা গেছে, ১৪টি আসনের দাবি জানিয়েছে আইএনপিটি। কংগ্রেসের কোর্টে বল ঠেলে দিলেও কংগ্রেস ৪ থেকে ৫টি আসনের বেশি কোনোভাবেই আইএনপিটিকে ছাড়তে নারাজ।

কংগ্রেসের অপর এক সূত্রে জানা গেছে, সোমবারের বৈঠকেই বড়জোর ৮টি আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ইঙ্গিত। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২২ আগস্ট ফের বৈঠকে বসছে কংগ্রেস আইএনপিটি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।