ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাত মাস ১৯ দিন পর বাংলাদেশ থেকে রাজ্যে ফিরল তিন যুবক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): দীর্ঘ ৭ মাস ১৯ দিন পর বাংলাদেশ থেকে রাজ্যে ফিরল তিন যুবক।

গত বছরের ২৬ ডিসেম্বর গভীর রাতে গাড়িসহ সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙ্গে ভারতীয় তিন যুবক ঢুকে পড়ে বাংলাদেশে।

আখাউড়া সীমান্তের বিএসএফ সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর রাত প্রায় আড়াইটা নাগাদ এ ঘটনা ঘটে। তিন যুবক হল বিমল দেববর্মা, অমরজিত দেববর্মা এবং সুশান্ত দেববর্মা। তাদের বাড়ি সদর উত্তরের সিধাই থানা এলাকায়। তারা যে গাড়িটিতে ছিল সেটি সাদা রঙের শেভ্রলেত। গাড়ির নাম্বর টি আর ০১ এক্স ০৬৯৯। ধারণা করা হচ্ছে ঘটনার সময় যুবকরা নেশাগ্রস্থ ছিল।

ভারতীয় চেকপোস্ট অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে ঐ রাতে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) এর জওয়ানদের হাতে ধরা পড়ে।

সেসময় মদমত্ত তিন যুবককে আটক করে অবৈধ অনুপ্রবেশ ও বিজিবি জওয়ানদের ওপর হামলার অপরাধে শাস্তি প্রদান করে বাংলাদেশ আদালত। অবশেষে দীর্ঘদিন বাংলাদেশের জেলে সাজা খেটে রাজ্যে ফিরে আসে তারা। মঙ্গলবার আখাউড়া চেকপোস্ট দিয়ে এদের রাজ্য পুলিশ ও বিএসএফ এর হাতে তুলে দেয় বিজিবি’র জওয়ান ও আখাউড়া থানার পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।