ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ৬৫তম স্বাধীনতা দিবসে নিরাপত্তা জালে কলকাতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
ভারতের ৬৫তম স্বাধীনতা দিবসে নিরাপত্তা জালে কলকাতা

কলকাতা: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কলকাতাতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফোর্ট উইলিয়াম থেকে রেড রোড পর্যন্ত এলাকায় বিশেষ নিরাপত্তার পাশাপাশি চলছে কড়া নজরদারি৷ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও৷

বুধবার দেশের ৬৫ তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে ফোর্ট উইলিয়ামের সামনে৷ উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে বিশিষ্টজনেরা৷ কুচকাওয়াজ দেখতে হাজির থাকবেন সাধারণ মানুষও৷ তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে কোনও কিছুই বাদ দিতে চাইছে না পুলিশ ৷

কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, শহরের ২০টি জায়গায় থাকছে ট্রাফিক পুলিশের নজরদারি৷বুধবার রেড রোড সংলগ্ন এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে৷যারা কুচকাওয়াজ দেখতে আসবেন, শুধুমাত্র তাদেরই গাড়ি ওই এলাকায় ঢুকতে পারবে ৷

মঙ্গলবার রাতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন যুগ্ন পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং ডি সি ট্রাফিক ৷

লালবাজার সূত্রে জানানো হয়েছে, এই দিনটি উপলক্ষে অতিরিক্ত ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে কলকাতায় ৷নজরদারি চালানোর জন্য ৮টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে।

সমগ্র এলাকাকে ৭৪টি সেক্টরে ভাগ করা হয়েছে ৷প্রতি সেক্টরে মোতায়েন থাকছেন একজন করে পুলিশ ইন্সপেক্টর ৷এছাড়াও মোতায়েন থাকছে রাফ, ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স, রেডিও ফ্লাইং স্কোয়াড ৷

এদিকে বাংলানিউজের নয়াদিল্লি করেসপন্ডেন্ট জানিয়েছেন, ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন স্বাধীনতা দিবসে নাশকতা ও অপহরণের ছক কষে সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে ১৪ জনের একটি জঙ্গি দল৷ এদের মধ্যে রয়েছে একজন ইয়েমেনের প্রশিক্ষিত পাইলটও৷

এর পরিপ্রেক্ষিতে ভারতের বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে। স্বাধীনতা দিবসে আকাশপথে হামলা চালাতে পারে জঙ্গিরা ৷বিমান ছিনতাই করে নাশকতার ঘটানোর চেষ্টা চালাতে পারে তারা। আর, এই খবর পাওয়ার পরই সমস্ত বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে অসামরিক বিমান পরিবহন দফতর৷হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতা বিমানবন্দরেও৷  

গোয়েন্দাদের দাবি, বিমান ছিনতাই করে আকাশ পথে হামলার ছক কষেছে লস্কর জঙ্গিরা৷ আহমেদাবাদ, জয়পুর কিংবা শ্রীনগর বিমানবন্দর থেকে বিমান ছিনতাই করা হতে পারে৷

এরইমধ্যেই আহমেদাবাদ থেকে নকল নির্বাচন কমিশনের সচিত্র পরিচয়পত্রও তৈরি করেছে জঙ্গিরা। পরিচয়পত্র তৈরি করা হয়েছে রুখসানা সুলতানা আমিন এবং মুর্তাজা মহম্মদ আমিন নামে এক দম্পতির নামে৷১৪ জন জঙ্গির নামের তালিকা তুলে দেওয়া হয়েছে বিমানবন্দরগুলিকে ৷

সতর্কতা জারি করা হয়েছে কলকাতা বিমানবন্দরেও৷নিয়মিত চেকিং-এর পাশাপাশি চলছে ২৪ ঘণ্টা নজরদারিও ৷পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানদেরও ৷

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।