ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পালিত হচ্ছে ভারতের ৬৬তম স্বাধীনতা দিবস

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
পালিত হচ্ছে ভারতের ৬৬তম স্বাধীনতা দিবস

কলকাতা: ভারতের ৬৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে বুধবার। এ উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।



সকালে প্রথমে রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর পর তিনি রওনা দেন লালকেল্লার উদ্দেশ্যে। লালকেল্লায় সেনাদের তিন বাহিনীর অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। লালকেল্লায় তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়৷

লালকেল্লার এই অনুষ্ঠানে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও দেশ-বিদেশের বহু বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।

ভারতের পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তার ভাষণে একদিকে দেশের আর্থিক পরিস্থিতি, অন্যদিকে বিভিন্ন রাজ্যে হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ মনমোহন সিং। একই সঙ্গে দেশকে সমৃদ্ধির পথে ফেরাতে সংস্কার এবং ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।

ঐকমত্যের অভাবে যে আর্থিক সংস্কার থমকে গিয়েছে, লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে সে কথা আরও একবার বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের আর্থিক সঙ্কট কাটাতে দেশে বিনিয়োগের পরিবেশের উন্নতি করে লগ্নিকারীদের আকৃষ্ট করতে হবে। আর্থিক সঙ্কট কাটাতে সরকার আশাবাদী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে স্বল্প বৃষ্টিপাতজনিত কৃষি সমস্যার কথাও। দেশের প্রায় ৫০ শতাংশ এলাকায় এ বছর বৃষ্টিতে ঘাটতি আছে, এ কথা স্বীকার করে নেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে জানান, কম বৃষ্টির জন্য যে সমস্ত অঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের জন্য বীজ এবং ডিজেলে ভর্তুকি দেবে সরকার৷

লালকেল্লা থেকে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বহুকাঙ্খিত লোকপাল বিল রাজ্যসভায় অনুমোদিত হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সমর্থন পাবে। এই বিলের চূড়ান্ত খসড়া নিয়ে মতপার্থক্য এবং শক্তিশালী লোকপাল বিল প্রণয়ণের দাবিতে আন্না হাজারে ও বাবা রামদেবের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে এ বিষয়ে সহমতের আহ্বান জানালেন।

তিনি বলেন, ‘‘সরকার ও প্রশাসনের কাজকর্মে সচ্ছতা ও দায়বদ্ধতা আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ’’

অভ্যন্তরীণ নিরাপত্তায় মাওবাদী সমস্যা বড় বিপদ। স্বাধীনতা দিবসের ভাষণে আরও একবার এই উদ্বেগ প্রকাশ করেন মনমোহন সিং।

তিনি বলেন, মাওবাদী সমস্যার মোকাবিলায় দেশের অনগ্রসর এলাকার উন্নয়ন প্রয়োজন। তবেই সমস্যার মূলে পৌঁছানো যাবে।

আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক ক্ষেত্রে যে মন্দা চলছে, তারই প্রভাব পড়ছে ভারতের ওপরেও৷ বর্তমানে দেশের আর্থিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ উল্লেখ করে মনমোহন আশা ব্যক্ত করে বলেছেন, শিগগিরই এ হারের বৃদ্ধি ঘটবে৷

প্রধানমন্ত্রী বলেছেন, নাগরিক পরিসেবা সবার কাছে পৌঁছে দিতেও বদ্ধপরিকর সরকার৷ বিভিন্ন ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে ২ বছরের মধ্যে সব নাগরিকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হবে৷

দেশে হিংসাত্মক ঘটনার বাড়-বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আসামে জাতিগত সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলে তার কড়া নিন্দা করেন তিনি। সেই সঙ্গে সংঘর্ষ পীড়িতদের পাশে থাকার আশ্বাস দেন। পুনেয় বিস্ফোরণের প্রসঙ্গ তুলে এনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোয় বাড়তি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটরপালিত হচ্ছে ভারতের ৬৬তম স্বাধীনতা দিবস

নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতের ৬৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে বুধবার। এ উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সকালে প্রথমে রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর পর তিনি রওনা দেন লালকেল্লার উদ্দেশ্যে। লালকেল্লায় সেনাদের তিন বাহিনীর অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। লালকেল্লায় তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়৷

লালকেল্লার এই অনুষ্ঠানে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও দেশ-বিদেশের বহু বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।

ভারতের পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তার ভাষণে একদিকে দেশের আর্থিক পরিস্থিতি, অন্যদিকে বিভিন্ন রাজ্যে হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ মনমোহন সিং। একই সঙ্গে দেশকে সমৃদ্ধির পথে ফেরাতে সংস্কার এবং ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।

ঐকমত্যের অভাবে যে আর্থিক সংস্কার থমকে গিয়েছে, লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে সে কথা আরও একবার বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের আর্থিক সঙ্কট কাটাতে দেশে বিনিয়োগের পরিবেশের উন্নতি করে লগ্নিকারীদের আকৃষ্ট করতে হবে। আর্থিক সঙ্কট কাটাতে সরকার আশাবাদী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে স্বল্প বৃষ্টিপাতজনিত কৃষি সমস্যার কথাও। দেশের প্রায় ৫০ শতাংশ এলাকায় এ বছর বৃষ্টিতে ঘাটতি আছে, এ কথা স্বীকার করে নেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে জানান, কম বৃষ্টির জন্য যে সমস্ত অঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের জন্য বীজ এবং ডিজেলে ভর্তুকি দেবে সরকার৷

লালকেল্লা থেকে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বহুকাঙ্খিত লোকপাল বিল রাজ্যসভায় অনুমোদিত হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সমর্থন পাবে। এই বিলের চূড়ান্ত খসড়া নিয়ে মতপার্থক্য এবং শক্তিশালী লোকপাল বিল প্রণয়ণের দাবিতে আন্না হাজারে ও বাবা রামদেবের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে এ বিষয়ে সহমতের আহ্বান জানালেন।

তিনি বলেন, ‘‘সরকার ও প্রশাসনের কাজকর্মে সচ্ছতা ও দায়বদ্ধতা আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ’’

অভ্যন্তরীণ নিরাপত্তায় মাওবাদী সমস্যা বড় বিপদ। স্বাধীনতা দিবসের ভাষণে আরও একবার এই উদ্বেগ প্রকাশ করেন মনমোহন সিং।

তিনি বলেন, মাওবাদী সমস্যার মোকাবিলায় দেশের অনগ্রসর এলাকার উন্নয়ন প্রয়োজন। তবেই সমস্যার মূলে পৌঁছানো যাবে।

আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক ক্ষেত্রে যে মন্দা চলছে, তারই প্রভাব পড়ছে ভারতের ওপরেও৷ বর্তমানে দেশের আর্থিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ উল্লেখ করে মনমোহন আশা ব্যক্ত করে বলেছেন, শিগগিরই এ হারের বৃদ্ধি ঘটবে৷

প্রধানমন্ত্রী বলেছেন, নাগরিক পরিসেবা সবার কাছে পৌঁছে দিতেও বদ্ধপরিকর সরকার৷ বিভিন্ন ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে ২ বছরের মধ্যে সব নাগরিকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হবে৷

দেশে হিংসাত্মক ঘটনার বাড়-বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আসামে জাতিগত সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলে তার কড়া নিন্দা করেন তিনি। সেই সঙ্গে সংঘর্ষ পীড়িতদের পাশে থাকার আশ্বাস দেন। পুনেয় বিস্ফোরণের প্রসঙ্গ তুলে এনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোয় বাড়তি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।