ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২

কলকাতা: গভীর শ্রদ্ধায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৩৭তম শাহাদতবরণ ও জাতীয় শোক দিবস পালিত হল কলকাতায়।

এদিন সকাল সাড়ে ৮টায় কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনির্মিত করার মধ্য দিয়ে শোক জ্ঞাপন শুরু হয়।



এরপর বঙ্গবন্ধুর জীবন ও আর্দশ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার শান্তি কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বাণী পাঠ করা হয়।

প্রদর্শিত হয় বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপহাইকমিশনার আবিদা ইসলাম, তারেক মুহম্মদ আরিফুল ইসলাম(রাজনৈতিক,কাউন্সিলার), ওমর ফারুক(বাণিজ্য সচিব), তারেক হোসেন (কাউন্সিলার,শিক্ষা ও ক্রীড়া), কাজী মুশতাক জহির(প্রেস সচিব), তোফাজ্জেল হোসেন(প্রথম সচিব, ভিসা) প্রমুখ।

এরপর বেলা ১১টায় কলকাতার মৌলানা আজাদ কলেজের বেকার হোস্টেলের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ১২ ও ১৩ নম্বর কক্ষের বাইরে রাখা তার আবক্ষ মুর্তিতে শ্রদ্ধা জানান উপহাইকমিশনার আবিদা ইসলামসহ উপহাইকমিশনের কর্মকর্তারা।

কলকাতার সোনালী ব‌্যাংক ও বাংলাদেশ বিমানের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।