ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্বাধীনতা দিবসে মণিপুরে বিস্ফোরণ, আহত ৪

আসাম সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২

গুয়াহাটি: ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুর।

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে ইম্ফলে একটি এবং থৌবালে একটি বিস্ফোরণে চারজন গুরুতর জখম হয়েছেন।



ফার্স্ট মণিপুর রাইফেলসের ময়দানে সকালে রাজ্য সরকারের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান হয়। সেখানে মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংসহ রাজ্য সরকারের মন্ত্রী-আমলারা উপস্থিত ছিলেন। তার ঠিক দুই কিলোমিটারের মধ্যে বিস্ফোরণ হয় সকাল ৯টা নাগাদ। এরপর অনুষ্ঠান স্থলের কয়েক কিলোমিটারের মধ্যে আরও দুটি বিস্ফোরণ হয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রথম বিস্ফোরণটি হয় রাজধানী ইম্ফল লাগোয়া মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের নির্বাচনী কেন্দ্র থৌবলের একটি মেলা প্রাঙ্গণে। সেখানে তখন স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি চলছিল। ওই ঘটনায় চারজন আহত হন। আহতদের স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে প্রাথমিকভাবে খবর দেওয়া হয়, মোট তিনটি বিস্ফোরণ হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং মণিপুরের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পেছনে কোন সংগঠনের হাত রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।  

পুলিশ সূত্রে আরও জানা গেছে, খুব শক্তিশালী বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।