ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্বাধীনতা দিবসে পুরস্কৃত ত্রিপুরার ১৭ জন পুলিশ অফিসার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ৬৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন ত্রিপুরা রাজ্যের ১৭ জন পুলিশ অফিসার।

তাদের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়েছে ৭ জন অফিসারকে।

আর রাজ্যের আরো ১০ জন অফিসার মনোনীত হন রাষ্ট্রপতি ও বিশেষ পুলিশ পদকের জন্য।

বুধবার আসাম রাইফেলস ময়দানে মুখ্যমন্ত্রী মানিক সরকার ৭ কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন। তারা হলেন – এআইজিপি (এইচকিউআর) অরিন্দম নাথ, এসপি (খোয়াই) প্রদীপ পাল, এসপি (এমটিএফ) রমা রক্ষিত, এসপি (সিকিউরিটি) সুমিত্রা ধর, ডিএসপি (এসবি) পিন্টু দেববর্মা, ইন্সপেক্টর সনত কুমার পাল ও ইন্সপেক্টর প্রণব সেনগুপ্ত।

অপরদিকে রাজধানী দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রিপুরার আরো ১০ জন পুলিশ অফিসারের নাম রাষ্ট্রীয় পুলিশ পদকের জন্য মনোনীত করা হয়।

এর মধ্যে রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য মনোনীত হয়েছেন ডিএসপি (এমটিএফ) প্রদ্যুৎ ভৌমিক।

অন্যদিকে বিশেষ অবদানের জন্য মনোনীত নয়জন অফিসার হলেন ডিআইজি পুনীত রস্তগী, এসপি (এসবি) উত্তম কুমার মজুমদার, দ্বিতীয় ব্যাটেলিয়ন টিএসআরের কমান্ডেন্ট রাজেশ শর্মা, ১৩ ব্যাটেলিয়ন টিএসআরের অ্যাসিসটেণ্ট কমান্ডেন্ট দেব কুমার সিনহা, ডিএসপি (জিআরপি) ভাস্কর চক্রবর্ত্তী, ইন্সপেক্টের (ইউবি) রহিন দেববর্মা, তৃতীয় ব্যাটেলিয়ন টিএসআরের সুবেদার দেবানন্দ সিনহা, সুবেদার দীপেশ চন্দ্র দত্ত ও ইন্সপেক্টর (সিআইডি) সঞ্জয় কুমার ভৌমিক।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।