ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিচার ব্যবস্থা নিয়ে যা বলেছি আবার বলব: মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
বিচার ব্যবস্থা নিয়ে যা বলেছি আবার বলব: মমতা

কলকাতা: তিনি যা বলেছেন তা ঠিক। বিচার ব্যবস্থা নিয়ে নিজের বক্তব্যের সমর্থনে বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



এদিন তিনি বলেন, “আমার বক্তব্য নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে। আমি শুধুমাত্র বিচার ব্যবস্থা সংস্কারের কথা বলেছিলাম। বিচারপতিদের চোর বলিনি। ”

এমনকি যা বলেছেন আবার বলবেন বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। মহাকরণে বিচার ব্যাবস্থা নিয়ে বিধানসভায় তার বক্তব্য ঘিরে বিতর্কের জবাব দিলেন।

এদিকে, এবিপি আনন্দের সম্পাদকসহ অপর একটি বাংলা নিউজ চ্যানেল ও দুটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের সম্পাদককে আগামী দু`সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দিলেন আদালত। তিন সপ্তাহ পর এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত। তখনই জানা যাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাবনার মামলা শুরু করা হবে কিনা।

আইনজীবী বিকাশঞ্জন ভট্টাচার্যের একটি আবেদনের ভিত্তিতে এদিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি অসীমকুমার মণ্ডলের ডিভিশন বেঞ্চ।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।