ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে ফের গোষ্ঠী হিংসার উত্তেজনা

আসাম সংবাদদাতা ও নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
আসামে ফের গোষ্ঠী হিংসার উত্তেজনা

গুয়াহাটি/নয়াদিল্লি: ফের গোষ্ঠী হিংসার ঘটনায় উত্তপ্ত হল আসাম। বুধবার রাতের একটি ঘটনার জের ধরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কামরূপ, তামলপুর ও বাকসায়।



অন্যদিকে, বুধবার রাত থেকে অাসামের হিংসার জের গিয়ে পড়েছে সুদূর কর্ণাটকে। মোবাইল ফোনে এসএমএসে হুমকির জের ধরে বেঙ্গালুরু ছাড়ার হিড়িক পড়ে গেছে উত্তর-পূর্বের প্রবাসীদের মধ্যে।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ কোকরাঝাড়ের পাশ্বর্বর্তী বাকসায় এক ব্যক্তির ওপর হামলা চালানো হয়। তার গাড়িতেও অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।

এর জেরে বৃহস্পতিবার ভোর থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। সেখানে একটি সেতুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

অসমর্থিত সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ।

জানা গেছে, একজন ব্যক্তি প্রথমে হামলা চালায়, আর এরপরই অশান্তি ছড়িয়ে পড়ে। হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসাম রাইফেলসের কোম্পানি মোতায়েন করা হয়েছে। বাকসা, তামলপুর এবং কামরূপে সেনাও মোতায়েন করা হয়েছে বলে খবর। বিএসএফকে ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ রাজ্য নিরাপত্তা বিভাগের যুগ্মসচিব অজয় চাড্ডা কথা বলেছেন আসামের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে। উত্তেজনা প্রশমনে রাজ্য সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে বলে খবর।

অন্যদিকে, আক্রান্ত হওয়ার আশঙ্কায় এখন বেঙ্গালুরু ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে উত্তর-পূর্ব ভারত থেকে আসা প্রবাসীদের মধ্যে।

তথ্যপ্রযুক্তি কর্মী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা, এখন শহর ছাড়তে ব্যস্ত সবাই। ইতিমধ্যেই প্রায় চার হাজার তথ্যপ্রযুক্তি কর্মী ছেড়ে গিয়েছেন আইটি শহর।

ওই কর্মীরা জানিয়েছেন, এসএমএসে তাদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে অন্য মাত্রা দিয়েছে উত্তর-পূর্বের বাসিন্দা সন্দেহে মহিশূরে এক তিব্বতি যুবককে খুনের ঘটনা। এই বিপুলসংখ্যক কর্মী ফিরে গেলে বন্ধ হয়ে যেতে পারে কর্ণাটকের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। তাই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে কর্ণাটক সরকারও।

উত্তর-পূর্বের প্রবাসীদের সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর অশোক। বিষয়টি নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে।

এনিয়ে রাজ্যের পুলিশকর্তা এবং উত্তর-পূর্ব রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং জানিয়েছেন, দেশের অন্য কোনো জায়গায় উত্তর-পূর্বের রাজ্যগুলির বাসিন্দাদের ভয় নেই। গুজবে কান না দিতে অনুরোধ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।