ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাকরণে মমতার সঙ্গে বৈঠক একে অ্যান্টনির

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে শনিবার মহাকরণে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি। বৈঠকের বিষয়বস্তু নিয়ে তারা কেউই কিছু বলেননি।



শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে মহাকরণে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকারকে সব রকম সহায়তা করা হবে।

তার এ বক্তব্যের পর মনে করা হচ্ছে, বৈঠকে আর্থিক প্যাকেজ নিয়ে আলোচনা হয়েছে। যদিও আলোচনা কতটা ইতিবাচক তা এখনও স্পষ্ট নয়।

শুক্রবার ভারতের সংসদে ক্যাগ রিপোর্ট পেশ হওয়ার পর আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নতুন করে কোণঠাসা ইউপিএ সরকার। সংসদের অধিবেশনে এ নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হবে কেন্দ্রকে। এ অবস্থায় শরিক তৃণমূল কংগ্রেসকে পাশে পেতে মরিয়া কংগ্রেস।

সোনিয়া গান্ধীর দূত অ্যান্টনিকে এ বিষয়ে মমতা ব্যানার্জি কোনো আশ্বাস দিয়েছেন কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী তৃণমূল নেতা মুকুল রায় ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। এরপর রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গেও দেখা করবেন একে অ্যান্টনি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।