ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কয়লা ব্লক বণ্টনে অনিয়ম, উত্তাল ভারতীয় সংসদ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১২
কয়লা ব্লক বণ্টনে অনিয়ম, উত্তাল ভারতীয় সংসদ

নয়াদিল্লি: কয়লা ব্লক বণ্টনে অনিয়ম নিয়ে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে ভারতীয় সংসদ।

এদিন সংসদের দুই কক্ষে অধিবেশন শুরু হতেই কয়লা ব্লক বণ্টনে অনিয়ম সংক্রান্ত ক্যাগের (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) রিপোর্ট নিয়ে সরব হয় বিরোধীরা ৷

প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদরা ৷ বিক্ষোভের জেরে লোকসভা এবং রাজ্যসভার দুই কক্ষেরই অধিবেশন প্রথমে বেলা ১২টা পর্যন্ত স্থগিত হয়ে যায়।

পরে সারাদিনের জন্যই মুলতবি হয়ে যায় দুই কক্ষেরই অধিবেশন।

এর আগে গত ১৭ আগস্ট শুক্রবার, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কয়লা ব্লক বণ্টন সংক্রান্ত তাদের রিপোর্ট রাজ্যসভায় পেশ করে। রিপোর্টে দাবি করা হয়, ২০০৫ থেকে ২০০৯ এর মধ্যে ১৪২টি কয়লার ব্লক বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ছিল।

বেসরকারি সংস্থাগুলিকে অত্যন্ত কম অর্থে কয়লার ব্লক বণ্টন করার ফলে সরকারের এক লাখ ৮৬ হাজার কোটি রুপি রাজস্ব ক্ষতি হয়েছিল। এর ফলে বেসরকারি সংস্থাগুলি প্রভূত লাভবান হয়েছিল বলে অভিযোগ করা হয়। কয়লার ব্লকগুলি নিলামে তোলা হলে সরকারের এত রাজস্ব লোকসান হত না।

আর ক্যাগের এই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসার পরই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। রিপোর্টে প্রধানমন্ত্রী বা তার মন্ত্রণায়লকে অভিযুক্ত করা হলেও, বিজেপি অবিলম্বে কেলেঙ্কারির দায়ভার মাথায় নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ইস্তফা দাবি করে।

বাংলাদেশ সময়: ১৬৬৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১২
আরডি/সম্পাদনা: ‍রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।