ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের উৎপাদন শুরু মারুতির মানেসরের কারখানায়

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১২

নয়াদিল্লি: দীর্ঘ সংঘর্ষের পর মঙ্গলবার ফের চালু হলো ভারতের হরিয়ানা রাজ্যের মানেসরের মারুতির মোটরগাড়ি কারখানা।

কড়া নিরাপত্তার মধ্যে কারখানায় আংশিকভাবে কাজ শুরু হয়েছে৷ কারখানার সিইও এস ওয়াই সিদ্দিকি জানিয়েছেন, আপাতত ৩০০ কর্মী নিয়ে কারখানার কাজ শুরু হয়েছে৷ কাজ হবে কেবল সকাল ৮টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত শিফটে৷

হরিয়ানার সিনিয়র পুলিশ সুপার যোগেন্দর নেহরা জানিয়েছেন, কারখানায় ২০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে৷ সংস্থার পক্ষেও ১০০ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও কারখানার বাইরে থাকছেন আরও ৫০০ নিরাপত্তা কর্মী।



কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে যেখানে এই কারখানায় প্রতিদিন ১৫শ’ থেকে ১৭শ’টি গাড়ি তৈরি হত, সেখানে এখন প্রতিদিন তৈরি হবে দেড়শ’টি গাড়ি৷ তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে সংস্থার উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে।

গত ২১ জুলাই মানেসরের মারুতি কারখানায় শ্রমিক অশান্তি-হিংসার জেরে অনির্দিষ্টকালের জন্য লক আউট ঘোষণা করা হয়৷ কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দেন মারুতি সুজুকি ইন্ডিয়ার চেয়ারম্যান আর সি ভার্গভ৷ তিনি জানিয়েছিলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শুরু হবে না কাজ৷

১৮ জুলাই মানেসরে কারখানায় শ্রমিক-মালিক সংঘাতের জেরে আগুনে পুড়িয়ে মারা হয় অবনীশকুমার দেব নামে এক জেনারেল ম্যানেজারকে৷ সংর্ঘষে আহত হন ৯০ জন৷

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।