ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার নিকো পার্কে দুর্ঘটনা, আহত ১৫

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১২

কলকাতা: নিকো পার্কে ওয়াটার রাইডে দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে বৃষ্টিভেজা ওই রাইডটির ঢালু অংশ ভেঙে পড়ে বিপত্তি ঘটে।

দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন৷

দুর্ঘটনার পর পার্কে ভাঙচুর করেন আহতদের পরিবারের লোকজন৷

স্থানীয় সুত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টা নাগাদ ওয়াটার রাইড করার সময় দুর্ঘটনাটি ঘটে৷ রাইডের ঢালু অংশ ভেঙে পড়ায় প্রচণ্ড গতিতে একে অন্যের ঘাড়ে গিয়ে পড়েন রাইডরত মানুষজন৷ আহতদের মধ্যে শিশুসহ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের পরিবারের অভিযোগ, পার্ক কর্তৃপক্ষ আহতদের কোনো রকম চিকিৎসার ব্যবস্থা করেনি৷ কোনো অ্যাম্বুলেন্সও ডেকে দেয়নি৷

পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের অভিযোগ, এক একটি কিউবে অতিরিক্ত লোক বসানোর জেরেই বিপত্তি ঘটেছে৷

বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷ পার্কের কর্মী ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
কার গাফিলতিতে এ দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ৷ রাইডগুলোর রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।