ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চিৎপুরে বৃদ্ধাকে খুন করে সর্বস্ব লুট

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১২

কলকাতা: বৃদ্ধাকে খুন করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। কলকাতার চিৎপুরের পাইকপাড়া এলাকায় মঙ্গলবার দিনগত রাতে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে।



স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলরেণু চৌধুরী নামে অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ককর্মীর বাড়িতে  হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা বাড়ির পিছনের দিকের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। বুধবার সকালে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার হয়।

বৃদ্ধার লাশের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ক্রিকেটের স্ট্যাম্প। ওই বাড়ি থেকে একজোড়া জুতাও উদ্ধার হয়েছে।

নিহত ফুলরেণু চৌধুরী পাইকপাড়ার ওই বাড়িতে ৬ বছর ধরে একাই বসবাস করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১২
আরডি/সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।