ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিটিএ’র জন্য আর্থিক অনুদান চাইতে দিল্লিতে মোর্চা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২

কলকাতা: দার্জিলিং পাহাড়ে জিটিএ’র প্রশাসনিক ক্ষমতা হাতে নেওয়ার পর প্রথম দিল্লি গেল শাসকদল জনমুক্তি মোর্চা। ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বুধবার দিল্লি রওনা হন মোর্চা সভাপতি বিমল গুরুং।



মোর্চা সূত্রে জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন মোর্চা প্রতিনিধি দল। পাহাড়ে উন্নয়নের জন্য কেন্দ্রের কাছে আর্থিক অনুদান চাইবেন বিমল গুরুংরা।

দেখা করতে পারেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গেও। দিল্লি যাওয়ার আগে বুধবার কলকাতায় রাজ্যপাল এমকে নারায়ণের সঙ্গে দেখা করেন মোর্চা সভাপতি বিমল গুরুং ও রোশন গিরিরা। পাহাড়ে এ মুহুর্তে কি কি সমস্যা তা রাজ্যপালকে জানান মোর্চা নেতারা।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।