ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহনের পাশে থাকার বার্তা মমতার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২

নয়াদিল্লি: ভারতের কয়লার ব্লক বণ্টনের বিনিময় ইস্যু নিয়ে জেরবার কেন্দ্র সরকার। আর ঠিক তখনই ইউপিএ সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিয়ে বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



এদিন, দিল্লিতে ইউপিএ-২ এর সমন্বয় কমিটির বৈঠকে আকর্ষণের কেন্দ্রে ছিলেন মুখ্যমন্ত্রী।

দীর্ঘদিন ধরে ইউপিএ’র বৈঠকে গরহাজির ছিলেন তিনি। কিন্তু বুধবার  ইউপিএ সমন্বয় কমিটির বৈঠকে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন তিনি।

বৈঠকের পর জানা যায়, আলোচনার কেন্দ্রে ছিল ক্যাগ রিপোর্ট। কয়লা ব্লক বণ্টন বিনিময় নিয়ে বিজেপি ও অন্য কয়েকটি দল যেভাবে প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করছে, তা মানা যায় না বলেই বৈঠকে সহমত হয়েছেন কংগ্রেসসহ শরিক দলের নেতারা। রাজনৈতিকভাবেই বিরোধীদের মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউপিএ’র বৈঠকে।
 
বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, “বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ”

সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান বলেও জানিয়েছেন চিদাম্বরম।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠকে বসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷এরপর প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে৷

চিদাম্বরমের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে ৩ বছরের জন্য রাজ্যের ঋণ মওকুফের দাবি নিয়ে আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।