ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত সফরে সুজুকির কর্ণধার ওসামু

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২

নয়াদিল্লি: ভারত সফরে এসেছেন জাপানের সুজুকি গাড়ি কোম্পানির কর্ণধার ওসামু সুজুকি। এক সপ্তাহের সফরে তিনি গত মঙ্গলবার ভারতে আসেন।



এ সফরে ওসামু সুজুকি মানেসরের মারুতি গাড়ি কারখানার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে বৈঠক করবেন।

একমাস লক আউট থাকার পর গত মঙ্গলবার কড়া নিরাপত্তায় খুলেছে মারুতি কারখানা। শ্রমিক অসন্তোষের প্রাণঘাতী রূপ ইতিমধ্যেই দেখেছে হরিয়ানার মানেসরের মারুতি কারখানা।

গত ১৮ জুলাই কারখানার মধ্যে এক সংঘর্ষের ঘটনায় এক আধিকারিক নিহত হন। আহত হন আরও একশ কর্মী।

এ ঘটনার জেরে গত ২১ জুলাই থেকে কারখানার লক আউট ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রায় একমাস লক আউট থাকার পর মঙ্গলবারই কড়া নিরাপত্তার মধ্যে খুলেছে মারুতি কারখানা।    

সুজুকি সংস্থা জানিয়েছে, সুজুকি তার সফরে গুজরাট মুখ্যমন্ত্রী নরেন্দ্রে মোদীর সঙ্গেও দেখা করবেন। সেইসঙ্গে ২৮ আগস্ট সংস্থার বার্ষিক সাধারণ সভায়ও যোগ দেবেন সুজুকি।

একটি সূত্রের খবর, সফরের কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে সুজুকি গুরগাঁওয়ে সংস্থার কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। ১৮ জুলাইয়ের সংঘর্ষে আহত কর্মীদের সঙ্গেও দেখা করবেন তিনি। যদিও কারখানায় পুরোমাত্রায় উৎপাদন এখনও শুরু হয়নি। কারখানার উৎপাদন ক্ষমতা দিনে ১৫০০টি গাড়ির। সেখানে আপাতত দিনে মাত্র ১৫০টি গাড়ি তৈরি করা হবে। কাজ হবে একটি শিফটে। যদিও কারখানা খোলার ঘটনাতেই খুশি মানেসরের মানুষ।

কারখানা খোলার প্রভাব পড়েছে মারুতির শেয়ারেও। মঙ্গলবার মুম্বাই স্টক এক্সচেঞ্জে এক শতাংশ বেড়ে গেছে মারুতির দাম।

কারখানা সূত্রে খবর, লক আউটের একমাসে কোম্পানির প্রায় ১৪০০ কোটি রুপি ক্ষতি হয়েছে।

১৮ জুলাইয়ের গণ্ডগোলের ঘটনায় ইতিমধ্যেই ১৫০ স্থায়ী কর্মীকে ছাঁটাই করেছে মারুতি কর্তৃপক্ষ। আরও ৫০০ অস্থায়ী কর্মীকে ওই একই কারণে ছাঁটাই করা হতে পারে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২
আরডি/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।