ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২

নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। বৃহস্পতিবার সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে তারা ফাইনাল নিশ্চিত করে।

ফাইনালে ভারতের মুখোমুখি হবে  অস্ট্রেলিয়া।

এদিন নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। ওপেনার পি চোপড়া ও বাবা অপরাজিথের অনবদ্য ব্যাটিংয়ের জোরে ৫০ ওভারে নয় উইকেটে ২০৯ রান তোলে ভারত। ভারতের অধিনায়ক উন্মুক্ত চাঁদ ৩১ রান করেন।

জবাবে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২০০ রান তুলতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ফ্লেচার। ভারতের হয়ে সন্দীপ শর্মা, হরমিত সিং ও রবিকান্ত সিং ৪৯ রান দিয়ে ২ টি করে উইকেট পেয়েছেন।

৪৪ রানের পাশাপাশি ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বাবা অপরাজিত ৷২৬ আগস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত ৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়কে দলগত সংহতির জয় বলেই মনে করছেন উন্মুক্ত চাঁদ।

বাংলাদেশ সময়: ১৭৪৩  ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।