ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচিত জেলাপরিষদের ক্ষমতা কাড়লে কেন্দ্রীয় সাহায্য বন্ধ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২

কলকাতা: রাজ্যে নির্বাচিত জেলাপরিষদের ক্ষমতা কেড়ে নেওয়া যাবে না। আর তা করলে মিলবে না কেন্দ্রীয় সাহায্য।



পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সচিবকে বৃহস্পতিবার ফোন করে একথা পরিস্কার জানিয়ে দিয়েছেন ভারতের পঞ্চায়েত মন্ত্রী জয়রাম রমেশ।

সম্প্রতি নদিয়া এবং উত্তর ২৪ পরগণা জেলায় নির্বাচিত বামফ্রন্টের জেলাপরিষদের ক্ষমতা বাতিলের নির্দেশ দেয় রাজ্য সরকার।

পঞ্চায়েতে বরাদ্দ সব টাকা জেলাশাসকের মাধ্যমে খরচ করতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এ সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন বামেরা। এভাবে জেলাপরিষদের ক্ষমতা খর্ব করার অর্থ গ্রামের মানুষের রাজনৈতিক অধিকারের ওপর হস্তক্ষেপ বলে অভিযোগ করেন তাঁরা।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জী অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এদিন বলেন, “কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী কেন, স্বয়ং প্রধানমন্ত্রীরও ক্ষমতা নেই রাজ্যকে অর্থ সাহায্য বন্ধ করার। ”

তিনি বলেন, “রাজ্য তার অবস্থানে অনড় থাকবে। রাজ্য সরকার মনে করছে ওই দুই জেলাপরিষদের হাতে আর্থিক ক্ষমতা রাখা অর্থহীন। ”

এদিনই দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে অভিযোগ জানান সিপিএম নেতা অমিতাভ নন্দী এবং সিপিএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। তার পরেই রাজ্যের প্রতি কেন্দ্রের এই নির্দেশকে হুঁশিয়ারি হিসাবেই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।