ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদী অভিযোগে গ্রেফতার শিলাদিত্যের বিনা শর্তে জামিন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২

কলকাতা: মাওবাদী অভিযোগে ১৪ দিন জেলে কাটানোর পর অবশেষে শুক্রবার বিনা শর্তে জামিন পেয়েছেন শিলাদিত্য চৌধুরী।

ব্যক্তিগত এক হাজার রুপি বন্ডে তার জামিন মঞ্জুর করেন মেদিনীপুর আদালত।

ঝাড়গ্রাম আদালত থেকে মুক্তি না মেলায়, মেদিনীপুর জেলা আদালতে তার জামিনের আবেদন করেছিলেন শিলাদিত্যের আইনজীবী। এই আদালতেই সেই জামিনের আবেদনের শুনানি হয়। শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করা হয়।

গত ৮ আগস্ট বেলপাহাড়ির সভামঞ্চ থেকে শিলাদিত্য চৌধুরীকে ‘মাওবাদী’ আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জিও আক্রমণাত্মক বক্তব্যে শিলাদিত্যকে সরাসরি ‘মাওবাদী এজেন্ট’ বলে অভিহিত করেছিলেন।

পুলিশ ১০ আগস্ট তাকে গ্রেফতার করে এবং শিলাদিত্যের বিরুদ্ধে ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৪৪৭ এবং ৫০৬ ধারার মামলায় অভিযুক্ত করে। এর মধ্যে প্রথম ৩টি ধারা জামিন অযোগ্য এবং পরের দুটি জামিন যোগ্য। তার বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা, প্রাণে মেরে ফেলার হুমকিসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছিল।

কিন্তু ঘটনাস্থলে উপস্থিত চিত্রসাংবাদিকদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছিল, তা শিলাদিত্য চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। সেদিন নিরাপত্তা বেষ্টনির বাইরেই ছিলেন শিলাদিত্য চৌধুরী।

উপস্থিত সরকারি কর্মীদের গায়ে হাত তোলা বা মারধরের ঘটনা দূরে থাক, কোনো সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার ছবিও ধরা পড়েনি কোনো ক্যামেরায়। শিলাদিত্য চৌধুরীর বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে, সেই জনসভায় তেমন কিছুই ঘটেনি।

উল্টো মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর উচ্চপদস্থ পুলিশ কর্মীরাই শিলাদিত্য চৌধুরীকে নিরাপত্তা বেষ্টনির ভেতর দিয়ে মঞ্চের পিছন দিকে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হয়ে পুলিশ তাকে ছেড়েও দেয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।