ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগামী জুলাইয়ের মধ্যেই চালু হবে মনারচক বিদ্যুৎ প্রকল্প

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ২০১৩ সালের জুলাই মাসের মধ্যেই চালু হয়ে যাবে মনারচক বিদ্যুৎ প্রকল্প।

এই বিদ্যুৎ প্রকল্পের নির্মাতা সংস্থা নিপকোর সিএমডি (চেয়ারম্যান কাম ম্যনেজিং ডাইরেক্টর) পি সি পঙ্কজ জানিয়েছেন এ খবর।

দু’দিনের রাজ্য সফরে তিনি আগরতলায় এসেছেন। শুক্রবার তিনি রাজ্যে এসে দেখা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে। শনিবার দুপুরে দেখা করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দের সাথে।

এদিন দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান, ত্রিপুরার বহু প্রতীক্ষিত মনারচক বিদ্যুৎ প্রকল্প আগামী বছর জুলাই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে।

এই বিদ্যুৎ প্রকল্পটি থেকে ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবার কথা। যার সবটাই কিনবে রাজ্য সরকার। প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রবে তিন টাকা চল্লিশ পয়সা।

পঙ্কজ জানিয়েছেন, মনারচক বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে খোঁজ খবর নিতেই তিনি রাজ্যে এসেছেন।

এ বছর ডিসেম্বর মাসের মধ্যেই টারবাইন চলে আসবে মনারচকে বলে জানান তিনি। এই টারবাইন আসবে আসাম- আগরতলা জাতীয় সড়ক ধরেই।

এ বছরই চালু হবার কথা পালাটানা বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিট। আগামী বছর শুরু দিকে পালাটানার দ্বিতীয় ইউনিটটিও চালু হবার কথা। এর পরপরই আসছে মনারচক বিদ্যুৎ প্রকল্প। সব মিলিয়ে বিদ্যুতের ক্ষেত্রে ত্রিপুরা এক নতুন শক্তি হতে চলেছে এই অঞ্চলে।

এদিন সিএমডি পঙ্কজ জানিয়েছেন, তারা ত্রিপুরায় আরও একটি বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চান। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন তিনি।    

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।