ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ সফরে প্রণব মুখার্জি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
পশ্চিমবঙ্গ সফরে প্রণব মুখার্জি

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার ৩ দিনের সফরে প্রথম রাজ্যে এলেন প্রণব মুখার্জি।

ওইদিন বিকেল ৩টায় দিল্লি থেকে বায়ু সেনার বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে নামেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল এমকে নারায়ণন ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিমানবন্দরের রানওয়ে তাকে ভারতের নৌ,স্থল ও বায়ুসেনার পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি হেলিকপ্টারে করে কলকাতার রেসকোর্সের হেলিপ্যাডে নামেন। সেখান থেকে তিনি রাজভবনে যান।

সন্ধ্যায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

রাষ্ট্রপতি হওয়ার পর নিজের রাজ্যে নাগরিক সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত প্রণব মুখার্জি।  

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের মানুষের কাছ থেকে তিনি অনেক কিছু পেয়েছেন। বিনিময়ে যা ফিরিয়ে দিয়েছেন তা অকিঞ্চিৎকর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর দেশের সংবিধানকে রক্ষা করাই তার একমাত্র কর্তব্য।

শনিবার বর্ধমানের খড়গপুর আইআইটি-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। সমাবর্তন শেষে কলকাতায় ফিরে বিকেল সাড়ে ৫ টা নাগাদ তিনি যোগ দেবেন নেতাজী ভবনে নেতাজী রিসার্চ ব্যুরোর অনুষ্ঠানে।

এরপর সন্ধ্যা সাড়ে ৬ টায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

শনিবার রাতেই রাজভবনে রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে প্রণব মুখার্জিকে সংবর্ধনা দেবেন রাজ্যপাল এম কে নারায়ণন।

রোববার সকালে ঢাকুরিয়ার বাড়িতে যাবেন তিনি। দুপুরে ঢাকুরিয়ার বাড়ি থেকে সড়কপথে হাওড়া ফুলেশ্বরে যাবেন রাষ্ট্রপতি। সেখানে রাষ্ট্রপতি একটি হাসপাতাল উদ্বোধন করবেন।

সোমবার বেলা ১১ টায় বিশেষ বিমানে কলকাতা থেকে দিল্লি ফিরে যাবেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।