ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বঙ্গবন্ধু সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১২
কলকাতায় বঙ্গবন্ধু সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

কলকাতা: লিটিল ম্যাগজিন চোখ পত্রিকা আয়োজিত ২০১২ সালের বঙ্গবন্ধু বিশেষ সম্মাননা পেলেন উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

শনিবার সন্ধ্যায় কলকাতা বাংলা একাডেমি সভাগৃহে তাকে এই সম্মাননা প্রদান করেন বিশিষ্ট সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা।

অনুষ্ঠানে একই সঙ্গে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে বঙ্গবন্ধু স্মারক সম্মাননা এবং সাহিত্যিক সমীর রক্ষিতকে অন্নদা শঙ্কর স্মারক সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করে সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমি বাংলাদেশ বেতার শুনি। বাংলা একাডেমি থেকে বই আনাই। তারাই সংস্কৃতিকে ধরে রেখেছেন। বাংলা ভাষার চয়ন, উচ্চারণ শেখার জন্য বেতারের অনুষ্ঠান শুনি। যেতে তো পারি না, তাই রেডিওই আমার হাতিয়ার। আর এই সব কিছুর মূলে তিনিই। বঙ্গবন্ধু। ’’

সমীর রক্ষিত বলেন, ‘‘বঙ্গবন্ধু বাংলাকে রাষ্ট্রভাষা করেছেন। এটা আমাদেরও মাতৃভাষা। তাই তিনি চিরকাল আমাদের প্রাণের বন্ধু হয়ে থাকবেন। ’’

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘‘বঙ্গবন্ধু যখন বাংলাদেশ জন্মের প্রেক্ষাপট তৈরি করেছিলেন, তখন আমি ছোট। এই সম্মাননা পাওয়ার পর মনে হলো, তার সঙ্গে আমার নতুন করে যোগাযোগ হলো। পাকিস্তান আমলে নিষিদ্ধ রবীন্দ্রচর্চাকে তিনি স্বাধীনতার পর উন্মুক্ত আকাশ দিয়েছেন। ওই সময় রবীন্দ্রচর্চার করার স্বপ্ন ছিল। তা তিনি ছিনিয়ে এনে আমাদের দিয়েছেন। তাই তার জন্য আমরা তার কাছে আজীবন ঋণী থাকবো। ’’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হাফিজুর রহমান, কবি জিয়াদ আলী, চোখ পত্রিকার সম্পাদক মানিক দে, প্রকাশক রত্না চৌধুরী, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আবিদা ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।