ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বলিউডের প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গলের অবস্থা আশঙ্কাজনক

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১২
বলিউডের প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গলের অবস্থা আশঙ্কাজনক

মুম্বাই: বলিউডের প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গল অসুস্থ। গত সপ্তাহে তাকে মুম্বাইয়ের আশা পারেখ হাসপাতালে ভর্তি করা হয়।



শনিবার তার ছেলে বিজয় হাঙ্গল বলেন, ‘‘এই মুহূর্তে বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক। শ্বাসকষ্টজনিত কারণে আপাতত তাকে আইসিইউতে রাখা হয়েছে। ’’

বিজয় আরও জানিয়েছেন, বাড়িতে বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর চোট পান বাবা।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ‘হিপ ফ্র্যাকচার’ হয়েছে তার। শারীরিক পরীক্ষার পর তার অন্যান্য জটিলতা ধরা পড়েছে। তাই কোনো রকম অস্ত্রপ্রচারের ঝুঁকি নিতে চাননি হাঙ্গালের চিকিৎসকরা। তাছাড়া বুকে কনজেশন হওয়ায় আলাদা করে চিকিৎসা চলছে তার।

প্রবীণ এই অভিনেতা ৬০-এর দশক থেকে হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। সম্প্রতি তাকে ‘মধুবালা’ নামে টিভি শোতে আবার রূপোলী পর্দায় দেখা গিয়েছিল। শোলে, লাগান, বালিকা বধূ, অভিমান,  নমক হারাম, সত্যম শিবম সুন্দরম প্রভৃতি ছবিতে তার অভিনীত চরিত্রগুলো আজও দর্শকদের মনে দাগ কাটে।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।