ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আনিসুজ্জামানের বই ‘ইহজাগতিক’ প্রকাশিত হবে কলকাতায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২

কলকাতা: বাংলাদেশের বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের বই ‘ইহজাগতিক’ প্রকাশিত হতে চলেছে কলকাতায়।

আগামী ৩১ আগস্ট সন্ধ্যা ৬টায় কলকাতার ভারতীয় জাদুঘরের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে বইটির মোড়ক উন্মোচন করা হবে।



আনিসুজ্জামানের সঙ্গে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে থাকবেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম, স্বপন চক্রবর্তী, শিবাজী বন্দ্যোপাধ্যায়, অনুপ মতিলাল প্রমুখ।

পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে রচিত তার প্রবন্ধাবলীর নির্বাচিত সংকলনে সমাজ ও সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাস, রাজনীতি, রবীন্দ্রনাথ-নজরুল এবং আরও অনেক সাহিত্যসাধক ও পণ্ডিতের প্রসঙ্গ, গ্রন্থ-আলোচনা এমনকি কৌতুকাশ্রিত কয়েকটি রচনাও স্থান পেয়েছে বইটিতে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।