ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় জেল থেকে পালালো দুই বাংলাদেশি বন্দি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২

কলকাতা: পালিয়ে গেল কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগার(জেল)-২  থেকে পালিয়েছে ২ বাংলাদেশি বিচারাধীন বন্দি।

পুলিশ জানায়, মুহম্মদ আলি মণ্ডল ও মুহম্মদ সবুজ নামের ওই দু’জন বাংলাদেশ থেকে ভারতে এসে অনুপ্রবেশকারী বলে আটক হয়।



মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরে সাড়ে ৪ ঘণ্টা ধরে সংশোধনাগারে তাদের খোঁজ চলে। তারপরে পাগলা ঘণ্টা বাজিয়ে বিচারাধীন বন্দিদের পালিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়।

তাদের খোঁজে কলকাতার সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।