ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জোট নিরপেক্ষ সম্মেলনে মনমোহন সিং

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
জোট নিরপেক্ষ সম্মেলনে মনমোহন সিং

নয়াদিল্লি: জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দিতে ইরানের রাজধানী তেহরান পৌঁছ‍ালেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনাজাদ ছাড়াও পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলি জরদারির সঙ্গেও বৈঠক করবেন তিনি।

কথা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও। তাৎপর্যপূর্ণভাবে, ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়েতুল্লা খোমেইনির সঙ্গেও দেখা করবেন তিনি।  

২০০১-এ ইরান সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তারপর এই প্রথম ইরান সফরে ভারতের প্রধানমন্ত্রী। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে এই মুহূর্তে মার্কিন প্রশাসনের রোষানলের মুখে ইরান। তাই আহমেদিনাজাদ সরকারের সঙ্গে সম্পর্ক শিথিল করার জন্য ভারতের ওপর ক্রমশই চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে ১২০টি দেশের জোট নিরপেক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতি যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

তেহেরানে জোট নিরপেক্ষ সম্মেলন নিয়ে ভারতীয় কূটনীতিকরা খুব একটা আশাবাদী না হলেও, দিল্লির কাছে এই সফর খুবই গুরুত্বের। কারণ পরমাণু জ্বালানী সরবরাহকারী দেশ হিসেবে ভারতের কাছে ইরানের গুরুত্ব দীর্ঘ মেয়াদী। মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনেও অবস্থানগত দিক দিয়ে দিল্লির কাছে তেহেরানের গুরুত্ব অপরিসীম।

এছাড়া আফগানিস্তানের মাটি থেকে মার্কিন সেনা ফিরে গেলে, উপমহাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা জরুরী বলে মনে করে মনমোহন সিং সরকার। তাই মার্কিন বিধি নিষেধকে কিছুটা উপেক্ষা করে ইরান সফরে গিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সঙ্গে বৈঠকে এই সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এছাড়াও দুই রাষ্ট্র প্রধানের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও সংস্কৃতি নিয়ে কথা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময় : ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।