ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মূল্যায়নে শিক্ষার্থীরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২

কলকাতা : শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নয়, এবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও দিতে হবে পরীক্ষা। আর অধ্যাপক মূল্যায়ন করবে শিক্ষার্থীরা৷ শুধু তাই নয়, এর পাশাপাশি কর্মকর্তাদের মূল্যায়ন করবে তারা।

এমনই নির্দেশ জারি করছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রণালয়।
উপাচার্যদের নিয়ে উচ্চশিক্ষা সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


বার্ষিক মূল্যায়নের রিপোর্ট আসবে রাজ্য সরকারের কাছে৷ এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে কমন অ্যাকাডেমিক ক্যালেন্ডার৷ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ছাত্রদের দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা সংসদ৷


গত মার্চ মাসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই ভাবনার প্রস্তাবনা দিয়েছিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে বসে উচ্চশিক্ষা সংসদ৷

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এবার মূল্যায়ন করা হবে৷ মূল্যায়নের আওতা থেকে বাদ পড়ছেন না বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেরও৷ সংসদের ভাইস-চেয়ারম্যান জানিয়েছেন, মূল্যায়ণের পদ্ধতি ঠিক করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়৷

অধ্যাপকরা নিজেরাই নিজেদের মূল্যায়ন করবেন৷ পাশাপাশি, পড়ুয়ারাও করবেন অধ্যাপকদের মূল্যায়ন৷ কর্মকর্তাদের ক্ষেত্রে এ দায়িত্ব পড়ুয়াদের পাশাপাশি শিক্ষাকর্মী ও পরিদর্শকদেরও৷

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, স্নাতকোত্তরে অভিন্ন প্রবেশিকার স্বার্থে আগামী শিক্ষাবর্ষ থেকে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কমন অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি হবে৷ সেক্ষেত্রে একই সময়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে৷

অধ্যাপকদের মূল্যায়ন নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে৷ ভিনরাজ্য ও বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে এ ধারা পরিচিত৷ কিন্তু, যে রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি সক্রিয়, সেখানে এই প্রক্রিয়ার অপপ্রয়োগ হবে না তো? আশঙ্কা শিক্ষকদের একাংশের৷

অধ্যাপকদের বার্ষিক পারফরমেন্স রিপোর্ট নেওয়া উছিলায় সরকারি নজরদারিরই অঙ্গ বলে মনে করছেন অনেকে৷

অবশ্য উচ্চশিক্ষা সংসদের ব্যাখ্যা, ইতিবাচক তাগিদেই এই মূল্যায়ন পর্বের উদ্যোগ৷

বাংলাদেশ সময় :১৫১৫ ঘন্টা. আগস্ট ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।