ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আর্ন্তজাতিক সম্মাননা পেলেন ইমদাদুল হক মিলন ও সেলিনা হোসেন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২
আর্ন্তজাতিক সম্মাননা পেলেন ইমদাদুল হক মিলন ও সেলিনা হোসেন

কলকাতা: ভারতের বিখ্যাত ম্যানজেমেন্ট ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের (আইআইপিএম) সুরমা চৌধুরী স্মৃতি আর্ন্তজাতিক সম্মাননা পেলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমাদাদুল হক মিলন ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা কলামন্দিরের কলাকুঞ্জ মঞ্চে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পশ্চিম বাংলার বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার এবং প্রফুল্ল রায়কেও এই সম্মাননা প্রদান করা হয়।



ইমাদাদুল হক মিলন তার ‘নূরজাহান’ উপন্যাস, সেলিনা হোসেন ‘গায়ত্রী সন্ধ্যা’, সুনীল গঙ্গোপাধ্যায় ‘সেই সময়’ সমরেশ মজুমদার ‘কালবেলা’ এবং প্রফুল্ল রায় তার ‘কেয়াপাতার নৌকা’ গ্রন্থের জন্য এ সম্মাননা পেলেন।

প্রয়াত কথাসাহিত্যক আখতারুজ্জামান ইলিয়াসের নামে ১০ লাখ রুপি ব্যয়ে একটি ফাউন্ডেশান গড়ে তোলার ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপকদের নগদ ১০ লাখ রুপি ও স্বর্ণপদক এবং মানপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবীণ সাহিত্যিক রমাপদ চৌধুরী এবং আইআইপিএমের কর্নধার ড. মলয় চৌধুরী।

সাহিত্যক সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘অত্যন্ত বিনয়ের সঙ্গে এই সম্মাননা আমি গ্রহণ করছি। সাহিত্য জগতের যে কৃতীদের সম্মানিত করা হচ্ছে, তাতে আমি অভিভূত। ’’

সেলিনা হোসেন বলেন, ‘‘আমাকে এই সম্মাননার জন্য মনোনীত করার জন্য আমি কৃতজ্ঞ। ’’

ইমাদাদুল হক মিলন বলেন, ‘‘আমি খুব গৌরব বোধ করছি। আমি আখতারুজ্জামান ইলিয়াস ও সদ্য প্রয়াত হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশে অনেক পুরষ্কার পক্ষপাতিত্ব করে দেওয়া হয়। যা হয়তো এই বাংলায় হয় না। মৌলবাদের বিরোধিতা করতেই আমার এই উপন্যাস নুরজাহান। ’’

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।