ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে এখনই নির্বাচন হলে হেরে যাবে কংগ্রেস: জরিপ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২

কলকাতা: কংগ্রেসের জন্য অশনি সংকেত দিয়েছে সাম্প্রতিক এক জরিপ। জনমত জরিপে দেখা যাচ্ছে, এখনই ভারতে লোকসভা নির্বাচন হলে হেরে যাবে ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট।

আর প্রায় এক দশক পর ক্ষমতায় ফিরতে পারে বিজেপি।

কলকাতাভিত্তিক বাংলা সংবাদ চ্যানেল এবিপি আনন্দ এবং নিয়েলসেনের যৌথ জনমত সমীক্ষায় এ পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

সমীক্ষার ফল অনুযায়ী, এখনই নির্বাচন হলে কংগ্রেসের পরাজয় হতে পারে। দেশের ২৭ শতাংশ ভোটার ভোট দিতে পারেন বিজেপিকে। কংগ্রেস পাবে মাত্র ১৮ শতাংশ ভোট। অন্যদিকে, তৃণমূল ৩ শতাংশ এবং বামদল সিপিএম ২ শতাংশ ভোট পেতে পারে।

তবে পশ্চিমবঙ্গ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল তাদের জয় ধরে রাখতে পারবে। তারা একাই ভোট পাবে প্রায় ৫৩ শতাংশ। উল্টোদিকে, সিপিএমের পরাজয়ের ধারা অব্যাহত থাকতে পারে, তারা পেতে পারে ১৬ শতাংশ ভোট।

আগামীতে নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী ও নীতিশ কুমারের মধ্যে প্রধানমন্ত্রী পদের যোগ্য দাবিদার কে?- সমীক্ষায় এ প্রশ্নে জবাব বেশিরভাগ গেছে নরেন্দ্র মোদীর পক্ষে।   সমীক্ষা অনুযায়ী, ৪২শতাংশ ভোটারের পছন্দ মোদী। রাহুলকে পছন্দ ২৯ শতাংশ ভোটারের। নীতিশ কুমারের পক্ষে মত দিয়েছেন ১২ শতাংশ ভোটার। মতামত দিতে বিরত থেকেছেন ১৭ শতাংশ মানুষ।

তবে, সারাদেশের হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে জনগণের পছন্দের তালিকায় নরেন্দ্র মোদী এগিয়ে থাকলেও কলকাতায় এগিয়ে আছেন রাহুল গান্ধী।

সমীক্ষা অনুযায়ী, কলকাতার ২০ শতাংশ ভোটার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। রাহুলকে পছন্দ করছেন ৪০শতাংশ ভোটার। নীতিশ কুমারকে পছন্দ ১৬ শতাংশের এবং ২৪ শতাংশ বলেছেন ‘জানি না’।

কংগ্রেসের মধ্যে অনেকেই রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে পাইলট প্রজেক্ট করে লোকসভা নির্বাচনে লড়ার কথা বলছেন।

সমীক্ষায় প্রশ্ন ছিল, ইউপিএ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করলে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কি কংগ্রেসকে ভোট দেবেন?

জবাবে দেশের মোট ভোটারদের ৪২ শতাংশ বলেছেন তারা রাহুল গান্ধীকে ভোট দেবেন। ‘না’ বলেছেন ৪৬ শতাংশ।

কলকাতায় অবশ্য রাহুল গান্ধীর সমর্থনের পাল্লা ভারি। এখানে ৪২ শতাংশ রাহুলের পক্ষে এবং ৩৭ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন।

উল্লেখ্য, সমীক্ষায় সারা দেশের ২৮টি শহরের ৮ হাজার ৮৩৩ জনের মতামত নেওয়া হয়েছে। গত ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সময়ে এ সমীক্ষা চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।