ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্যে গড়া হবে ‘বিজ্ঞানগ্রাম’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): চলতি বছরই ভারতের ত্রিপুরা রাজ্যে বিজ্ঞানগ্রাম গড়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

শুক্রবার দুপুরে সুকান্ত একাডেমিতে নতুন বিজ্ঞান প্রদর্শনী হলের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান মুখ্যমন্ত্রী।



হাতে কলমে বিজ্ঞান শেখার প্রতিষ্ঠান সুকান্ত একাডেমিতে এদিন নতুন একটি বিজ্ঞান প্রদর্শনী গৃহের উদ্বোধন করা হয়।

মানিক সরকার অনুষ্ঠানে বলেন, “উদয়পুরে সুকান্ত একাডেমির ধাঁচে আরেকটি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলা হবে। এর আগে, রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে শহরের উপকণ্ঠে নিম্বারগে গড়া হবে বিজ্ঞানগ্রাম। ”

নতুন বিজ্ঞান প্রদর্শনী হলের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জাতীয় বিজ্ঞান মিউজিয়ামের ডিরেক্টর জেনারেল। তিনি রাজ্যের উদ্যোগের প্রশংসা করে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মুখ্যমন্ত্রী মানিক সরকার অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের কুসংস্কারমুক্ত মন নিয়ে বেড়ে উঠার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।