ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বার্ড ফ্লু’র প্রমাণ চেপে গেছে সরকার: অভিযোগ সিপিএমের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২

কলকাতা: সম্প্রতি উত্তর ২৪ পরগণায় বার্ড ফ্লুতে মুরগি মারা যাওয়ার প্রমাণ রাজ্য সরকার চেপে গেছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা সিপিএমের সূর্যকান্ত মিশ্র।

তার অভিযোগ, বার্ড ফ্লুর কারণেই উত্তর ২৪ পরগণার বাদুরিয়ায় ব্যাপক সংখ্যক মুরগি মারা গেছে।

ইতিমধ্যেই সরকারের কাছে পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। রিপোর্টে বার্ড ফ্লু পজিটিভ বলা হয়েছে। কিন্তু  রিপোর্টটি চেপে গেছে সরকার।      

উল্লেখ্য, উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া ব্লকে রয়েছে ১০ থেকে ১৫ হাজার মুরগির খামার। ৩০ থেকে ৪০ হাজার মানুষ মুরগি চাষের ওপর নির্ভরশীল। মাসখানেক আগে এ এলাকায় অজানা রোগে মুরগির মড়ক শুরু হয়। গত দু’সপ্তাহে আরও তীব্র হয়েছে মড়ক। বাদুড়িয়ার কাঁকড়াসূতি, তারাবুনিয়া, লক্ষ্মীনাথপুর, রঘুনাথপুর, গোকুলপুরের মতো বহু গ্রামের খামারে এখন একটি মুরগিও অবশিষ্ট নেই।

ব্যবসায়ীরা দিন সাতেক আগে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দফতরে খবর দেন। কয়েকটি খামারে স্প্রে করা শুরু হয়। সংগৃহীত হয় নমুনা।

এখন প্রশাসন ইচ্ছাকৃতভাবে বার্ড ফ্লু-র খবর আড়াল করতে চাইছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারাও।

বাদুড়িয়া ব্লক প্রাণিসম্পদ আধিকারিকের বক্তব্য, মৃত মুরগির নমুনা কলকাতায় পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত তাদের কিছু করার নেই।

মুরগির মড়ক লাগা সত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না-এ অভিযোগে, গত বৃহস্পতিবার বাদুড়িয়া ব্লক প্রাণিসম্পদ আধিকারিককে ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। ঘেরাও করা হয় বিডিওকেও। মুরগি ফেলে রাস্তা অবরোধ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।