ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাসপাতালের জন্য জমি দিতে চেয়ে বিক্ষোভ কৃষকদের

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রস্তাবিত নয়াদিল্লির এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির কাজ শুরুর দাবিতে শুক্রবার সকালে বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতালের জন্য জমি দিতে চাওয়া কৃষকরা।

এদিন অবরোধ করা হয়েছে জাতীয় সড়ক।

অবিলম্বে হাসপাতালের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে কৃষকরা।

প্রায় ১০০ জন কৃষক ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, হাসপাতাল তৈরির জন্য তারা জমি দিতে প্রস্তুত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ব্যাপারে ভুল বোঝাচ্ছেন রাজ্যবাসীকে। এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির কাজ দ্রুত শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার ইটাহারের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বলেন, রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার জন্য সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না। এই নিয়ে যারা রাজনীতি করছেন, তারা জমি জোগাড় করুক, হাসপাতাল গড়বে সরকার।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইমস নিয়ে রাজনীতি করার পাল্টা অভিযোগ করেন রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। পানিশালার সব কৃষকরা হাসপাতালের জন্য জমি দিতে প্রস্তুত বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
আরডি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।